আপনি এখন চাইলে আপনার বাড়ির পেছনে সুন্দরবন বানাতে পারেন ।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩১:৪৯ সকাল
যাদের বাড়ির পেছনে বাগান করার শখ তারা এখন চাইলে বাড়ির পেছনে সুন্দরবন তৈরি করতে পারবেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দর বন ধ্বংস হবে এমন আশংকার কথা তোলা হলে তৌফিক এলাহি বলেছেন সুন্দরবন ধংস হলে ঊনারা আরেকটা সুন্দরবন তৈরি করে দেবেন। বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ আপনারা এমন মেধার অবমূল্যায়ন করবেন না প্লিজ! আওয়ামিলীগ সরকারের পতন হলে আমাদের এই মেধা যাতে বিদেশে পাচার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে।
কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছুতেই মেলাতে পারছিনা। গাছ-গাছালি লাগিয়ে ঊনারা না হয় সুন্দরবন নাম দিতে পারবেন । কিন্তু জন্তু-জানোয়ার পাইবো কই? তাই তাদের কয়টারে ধরে ওখানে বাইন্ধা রাখলে শুয়োরের অভাবটা পূরণ হবে।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন