হে সোনার ছেলে মহান তারেক!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০১ আগস্ট, ২০১৩, ০৭:৫৫:৫০ সকাল
হে মহান তারেক! পায়জামা-পান্জাবী আর টুপি লাগিয়ে ৫ মে বায়তুল মোকারমে কারা কোরআন শরীফ পুড়িয়েছিল, আর কারা ধর্মীয় লেবাজে অপকর্ম সম্পাদন করে উদুর পিন্ডি ভূদোর ঘাড়ে চাপায় তা তুমি আবারো প্রমান করলে ।
তারেক তুমি অমর হয়ে থাকবে! নাহ্ তোমার ২৮ টি খুনের জন্য নয়। বাম হাতে ফোনে কথা বলতে-বলতে ডান হাতে যেভাবে ট্রিগার টানছিলে তাতে সিনেমা জগত নতুন এ্যকশন দৃশ্যের আইডিয়া পেল। বাংলা চলচিত্র জগত তোমাকে অনেক দিন মনে রাখবে।
হে মহান তারেক! ৫ মে'র অপারেশন ফ্লাশআউটে মিল্কি যেভাবে মুজিব চেতনা বুকে ধরে হেফাযতকে ফ্লাশ আউট করলো, তুমি দ্বিগুন নিপূণতার সাথে ঐ জানোয়ারটাকে বধ করলে । এজন্যই বোধ হয় তোমরা সোনার ছেলে।
তবে তোমার প্রয়োজন তোমার গডমাদারের কাছে ফুরিয়ে গেছে, তাই র্যাব দিয়ে তোমাকেই ফ্লাশ-আউট করে দিল। তুমি বেঁচে থাকলে অনেক চেতনা ব্যাবসায়ীর মুখোশ খুলে যেতে পারে এই আশংকা থেকেই তোমাকে অগ্রীম টিকেট কাটতে হল। আশা করি মাইন্ড করনি। নিজ দলের জন্যইতো এ কোরবানি!
তারেক! তোমারা আসলেই অনন্য! এ জাতিকে অনেক কিছুই দিয়েছো। জাতি ও অপেক্ষায় কবে তোমাদের কে সব পাওনা শোধ করে দেবে।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন