আমার আওয়ামিলীগ বন্ধুরা!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ জুন, ২০১৩, ০৭:১১:৩৯ সকাল
ফেসবুকে স্ট্যাটাস দেয়া বন্ধ করে দিয়েছি বেশ ক'দিন হল। দু' চার কথা বলে মনের ঝাল টা মিটাতাম, এই আর কি ! না হলে বাপু আমার কথায় কার বা কি যায় আসে?
কিন্তু দেখলাম যায় আসে! আমি ফেসবুকে আওয়ামিলীগের সমালোচনা করে পোষ্ট দিই, তাতে হুমকি-ধামকি আমার ইনবক্স পেড়িয়ে দেশে আমার মায়ের কান পর্যন্ত পৌঁছেছে!
হুম! কাম হইতাছে মনে হচ্ছে। আমার কিছু বন্ধু, আওয়ামিলীগের শুধু সাপোর্টার না, সুবিধাভোগী ও বটে। ওদের ভয়, না জানি আমার কথায় আওয়ামিলীগের কখন ধুম করে পতন হয়ে যায়!!! সকালে মায়ের কাছ থেকে হাল্কা-পাতলা একটা ঝাড়ি খেলাম ফেসবুকে আমি নাকি কি লেখা-লেখি করি এই জন্য। কিছুতেই বোঝাতে পারছিলাম না আমি এমন কেউ নই, এবং আমি এমন কিছু লেখিওনা, লেখলে ও কারো কিছু যায় আসেনা । তবে মায়ের কন্ঠে দেশে ঊনাদের নিরাপত্তার আশংকটা-ই টের পাচ্ছিলাম বার বার। যত্ন করে আমার বন্ধুরা আমার মায়ের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটা আমার মায়ের কাছ থেকে জানলাম। অথচ আমার পরিবারের সাথে এসব বন্ধুদের খুব একটা জানাশোনা নাই। বুঝতে পারলেন কিছু? আমার মা আরো জেনেছেন, যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে ওদের নামে লিষ্ট করা হয়। বিদেশে থাকলে দেশের পরিবারের উপর এ্যকশন নেয়া হয় অথবা পরে দেশে আসলে ধরা হবে। আমার নভেম্বরে দেশে আসাটা হুমকির মুখে পড়লো মনে হচ্ছে। আমার আম্মা রাজি হবেন না মনে হচ্ছে।
ওরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে, এটা ওরা বিশ্বাস করেনা। ওরা মনে করে, আওয়ামিলীগ ছাড়া বাংলাদেশে সব তৃতীয় শ্রেণির নাগরিক। যাক দরদী বন্ধুরা! ফেসবুকে আমি এখন খুব একটা পোষ্ট দেই না। খুশি তো? তবে আমি কথা বলার এবং কাজ করার আরো কার্যকর প্লাটফর্ম খুঁজে পেয়েছি। সেখান পর্যন্ত পৌছুতে তোদের বেশ সময় লাগতে পারে। ভাল থাকিস। যদি সম্ভব হয় মনটাকে কিছুটা বড় করা যায় কিনা চেষ্টা করিস। মহান পেশায় আছিস, অমানুষ হয়ে যাসনে।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন