আর কতদূর গেলে "দেশে এখন গৃহযুদ্ধ হচ্ছে" এমনটি বলা যাবে?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩১ মে, ২০১৩, ০৭:১৫:২৪ সকাল

প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন স্হানে পুলিশ-র‍্যাব-বিজিবি এবং আওয়ামিলীগের স্হানীয় ক্যাডাররা হামলে পড়ছে বিরোধী দলের উপর। বিশেষ করে জামায়াত-শিবিরের উপর এবং সাম্প্রতিক সময়ে বি এন পির উপর। স্হানীয় জনতা ও সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলছে। মাঝে-মাঝে এ প্রতিরোধ হয়ে উঠছে বেশ রক্তক্ষয়ী; যেমন বেশ কিছুদিন আগের ফটিকছড়ি। ক'দিন আগে কুতুবদিয়াতে পুলিশের আড়ালে ছাত্রলীগের ক্যাডাররা গুলি করে হত্যা করলো ৯ জনকে। পরিস্হিতিকে আমরা এখনো গৃহযুদ্ধ বলছিনা কারন জনতা এখনো প্রতোরোধ গড়ে তুলছে শুধু লাঠি নিয়ে। এই লাঠির যায়গাটা যদি আগ্নেয়াস্ত্র দখল করে নেয় তবেই হয়তো আমরা বলবো "দেশে গৃহযুদ্ধ চলছে!" দেশ এখন নিশ্চিত সেদিকেই চলছে !

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File