এক আমেরিকানের গলায় বাংলা গানটা কেমন লাগে দেখেনতো!

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১০ মে, ২০১৩, ০৭:৩৯:২৪ সকাল

অফিস থেকে বাসায় বেশ দূর। বাসে আসতে কারো না কারো সাথে খাতির জমেই যায়। আজ পাসের সিটে পেলাম ড্যাভিড ওয়াইজম্যান নামের ৫৯ বয়সি এক ভদ্রলোককে। আলোচনায় যা বুঝলাম বিভিন্ন দেশের কালচার এবং ভাষা জানার প্রতি তার দূরন্ত আগ্রহের কথা। কাজ করেন কোন এক কোম্পানীর সিনিয়র কোন পদে। যা হোক, ততক্ষণে ভদ্রলোক জেনে গেছেন আমি বাংলাদেশী। আমাকে দু' চারটা বাংলা শব্দ শুনিয়ে কিছুটা অবাক করে দিলেন। আমার বিষ্ময়ের ঘোর কাটতে না কাটতে বললেন ঊনি বাংলা গান ও পারেন। সুযোগটা হারালাম না। রেকর্ড করার অনুমতি চাইলাম। ঊনি গাইলেন, আর আমি তম্ময় হয়ে শুনছিলাম। কি দরদ দিয়েই না গানটা গাইলেন। ভদ্রলোক না কি গানের অর্থ ও জানেন! কেন জানি অসম্ভব এক ভাল লাগা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। হয়তো আমার ভাষার প্রতি এক ভিনদেশীর দরদ দেখে। গানটা শুনুন।


বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File