আজকের হেফাযতের অবরোধ এবং পরবর্তি কর্মসূচী
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ মে, ২০১৩, ১২:৪২:০৮ দুপুর
আজকের হেফাযতের অবরোধ এবং এ পরবর্তি কর্মসূচী এ রকম হলে আমি অবাক হবোনা:
২ টা বাজে অবরোধ শেষ এবং ঢাকা অভিমূখে যাত্রা।
বায়তুল মোকারমে সমাবেশ করা থেকে পিছু হটতে বাধ্য হয়ে মতিঝিলে সমাবেশ করার সিদ্ধান্ত। ৫ টায় শুরু হবে এ সমাবেশ।
মাগরীবের আগে দোয়া-মুনাজাত।
মিষ্টি(তবারুক) বিতরণের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত ঘোষণা।
১ মাস পরের কোন কর্মসূচি বা আল্টিমেটাম আসবে। বাংলদেশে আল্টিমেটাম দেয়াটাই সবচাইতে সুবিধাজনক কর্মসূচী কি না!
বি:দ্র: বাবু নগরীর সাক্ষাৎকার দেখলাম। ঊনি আজকের অবরোধ সফল করার জন্য সরকারের সহযোগীতা চেয়েছেন। দূ:খিত! কিছু বলে আমি ধোলায় খেতে চাইনা। আজ ও যদি হেফাযত সুবোধ বালকের মত ৫ টায় সূর্য ডোবার আগে ঘরের পথ ধরে এত রাখ-ঢাকের অবরোধের ফলাফল হবে অশ্বডিম্ব।
বিষয়: বিবিধ
১৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন