আজকের অবরোধ। এর পর কি?

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৫ মে, ২০১৩, ০১:৪২:৪২ রাত

হেফাযতের আজকের অবরোধের দিকে মুখিয়ে আছে সারা বিশ্ব। হেফাযতের এই বিপুল জনসমর্থনের কারন মানুষ হেফাযতে ইসলাম কে আওয়ামি বিরোধী শক্তির প্রতিক মনে করছে এই মুহুর্তে। মানুষের এই আস্হা তারা কতদিন ধরে রাখতে পারবে বা সরকারই বা কতদিন হেফাযতকে সমীহের চোখে দেখবে তা দেখতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।

আজকের অবরোধ থেকে হেফাযত আসলে কি অর্জন করতে চায়? ১৩ দফার ১ দফা ও যে সরকার মানবেনা তা তো হেফাযত ও জানে। তাহলে আজকের অবরোধ কর্মসূচীর শেষ কোথায়? বিকাল ৫ টায় সুবোধ বালকের মত বাড়ির পথ ধরলে লাভটা হবে কি? বরং সরকারকে হেফাযত নিজেদের দূর্বলতা আন্দাজ করার একটা সুযোগ দিবে মাত্র। এখন ও সরকার হেফাযতের ব্যাপারে কনফিউসড্‌। তাই ঘাটানোর সাহস পাচ্ছেনা। সরকার দমন চালিয়ে যদি একবার হেফাযতকে ব্যাকফুটে নিতে পারে তখন দূর্বল হেফাযতের জনসমর্থন পড়তে থাকবে। বি এন পি, জামায়াতের যে বিপুল সমর্থন হেফাযত এই মুহুর্তে পাচ্ছে তাতে ক্ষয় শুরু হতে পারে।

অনির্দ্দিষ্টকাল ঢাকা অবরোধ করতে না পারলে কোন ফলাফলই অর্জিত হবেনা। যদি সেটা পারে তবে ১ সপ্তাহের মধ্যেই ফলাফল আসবে। আর খালেদা জিয়ার ঘোষিত ৪৮ ঘন্টার আল্টিমেটামকে সরকার থোরাই পাত্তা দিয়েছে। ৪৮ ঘন্টা পার হলে ১৮ দল কি ঘোষণা দেবে? সরকার পতনের ১ দফা? মোটেই না। এরকম কত আল্টিমেটাম আসলো আর গেলো!

আসলে ১৮ দল ও বেশ চালাক। ৪৮ ঘন্টা পার হলেই হেফাযতের অবরোধের একটা গন্তব্য বা ফলাফল আন্দাজ করা যাবে। যদি হেফাযতের অবরোধ বিকেল ৫ টায় তুলে না হয় এবং কার্যত ব্যার্থ হয় তখন ১৮ দল ও ডিফেন্সে যাবে এবং লম্বা ডেট দিয়ে আবারো হাস্যকর আল্টিমেটাম দেবে। ওদের এখন করার ক্ষমতা এতটুকুই। যদি হেফাযতের অবরোধে ঘটনা সরকারের পতনের দিকে মোড় নেয় (যার সম্ভাবন খুবই কমা) তবে ১৮ দল ও সরকার পতনের ডাক দেবে এবং সফল হলে ক্রেডিট নেবে। এমন সুবিধাবাদী নেতাদের নিয়ে মানূষ কিভাবে দিন বদলের স্বপ্ন দেখবে?

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File