CNN এ আমাদের প্রধানমন্ত্রীর ইন্টারভিউ। এ ও সম্ভব!
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৩ মে, ২০১৩, ১০:৫১:২০ সকাল
CNN এর সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার দেখলাম। জঘণ্য ইরেজীতে তার মিথ্যাচার, উদ্ধত এবং চরম মাত্রার অসৌজন্যমূলক আচরণে আমি অবাক। এই মহিলা সবাইকে বিরোধী দল মনে করে এবং সবার সাথে একই ভাষায় কথা বলে। উপস্হাপিকাকে বার বার আক্রমণাত্বক ভঙ্গীতে Listen, You are wrong জাতীয় শব্দের ব্যাবহারে আমার মনে হয়েছে ঊনি CNN এর উপস্হাপিকাকে বি এন পি কর্মী মনে করেছেন। সারা বিশ্ব এটা দেখেছে! একটু কষ্ট করে দেখবেন প্লিজ! লিন্ক নীচে পোষ্টের শেষে পাবেন।
একটা মানূষ এমন অবলীলায় কিভাবে এমন মিথ্যা কথা বলতে পারে? সাভারের রানা যে যূবলীগের কর্মী সে আবারো অস্বীকার করে। যদিও উপস্হাপিকা বলছিলেন সমস্ত মিডিয়া প্রকাশ করেছে রানা যূবলীগের কর্মী এবং এ সরকারের আমলেই সে ক্ষমতা খাটিয়ে এত সম্পত্তি করেছে। প্রধানমন্ত্রী অস্বীকার করলেন। প্রধানমন্ত্রী আরো বল্লেন রানা নয়, গারমেন্টস মালিকরাই শ্রমিকদের জোর করে কাজ করতে বাধ্য করেছিল সে দিন।CNN এর উপস্হাপিকা হয়তো হাসিনাকে আর হেনস্হা করতে চাননি। তাই প্রশ্ন করেননি "রানা যদি দোষী না হয় তবে কেন তাকে গ্রেফতার করা হল?
CNN অনেকগুলু বিষয় সামনে তুলে আনে প্রমাণ সহ। প্রধানমন্ত্রী প্রত্যেকটিতে যুক্তি তর্কের ধার না ধেরে বলে যাচ্ছিলেন শ্রমিকদের জন্য না কি সরকার হোস্টেল, ডর্ম করেছে, সবার জন্য সু-চিকিৎসার ব্যাবস্হা করেছে। শুধু তাই নয়, শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য ঊনি নাকি মালিকদের সাথে কথা বলেন প্রায়ই।
আমি অবাক হয়েছি।আমিনূল ইসলাম নামের এক শ্রমিক নেতা হত্যার তদন্তের ব্যাপারে গত বছর হিলারী বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিলেন। সে ব্যাপারে CNN প্রশ্ন করলে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, "কোন আমিনুল?" "সে কোন শ্রমিক ইউনিয়নের নেতা?" উপস্হাপিকার হাতে তথ্য প্রমাণ থাকাতে তিনি ভোল পাল্টালেন। এবং অসভ্যের মত বলছিলেন "He was killed or something happened. His dead body was recoverd after 4 days by our law enforcement agencies, Our Police " . একজন শ্রমিক নেতা খুন হলেন তার দায় না নিয়ে তার মরদেহ যে উদ্ধার করা গেছে এটা নিয়ে তার ক্রেডিট নেবার চেষ্টা দেখার মত।
শেষে উপস্হাপিকা প্রশ্ন করলেন কেন সাভারের ঘটনা কাভার করতে CNN সহ কোন আন্তর্জাতিক মিডিয়াকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি? প্রধানমন্ত্রী যেন আকাশ থেকে পড়লেন! কিন্তু উপস্হাপিকা অনড় এবং প্রমাণ দিতে থাকলে বেচারির চেহারা "ছেড়ে দে মা কেঁদে বাঁচি!" অবস্হা হয়।
উপস্হাপিকার তথ্যে বার বার প্রমান হচ্ছিলো প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন। মাঝে-মাঝে ভয়ংকর উচ্চারণের অসৌজন্যমূলক ভাষায় ইন্টারভিউ সেশন ডমিনেট করার ভান করছিলেন, যা চোখে এবং কানে খুবই কটু লাগছিল।তার চেয়ে কষ্ট দিচ্ছিল উপস্হাপিকার তাচ্ছিল্য ভরা হাসি।
CNN এ আমাদের প্রধানমন্ত্রীর ইন্টারভিউ
বিষয়: বিবিধ
১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন