আবারো সাভার! গার্ডিয়ান এবং জনাব মওদূদ
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ৩০ এপ্রিল, ২০১৩, ০৭:৪৬:৫৬ সকাল
সাভারের প্রাণীগুলু কংক্রীটের চাপায় মরলো আর রাজনীতিকরা বগল বাজালেন। রানা যুবলীগের কেউ নয় বা বিল্ডিং নড়াচড়া তত্ব অলরেডি এখন বেশ পুরান হয়ে গেছে।
আজ বৃটিশ গার্ডিয়ানে যখন দেখলাম সাভারের ঘটনায় বিদেশী উদ্ধারকারি দলের সাহায্য প্রত্যাখ্যান করেছে সরকার, ঘৃণায় আবারো বমি এলো। সরকারে উদ্দেশ্য ছিল, লাশের সংখ্যা কম দেখানো। ওরা পেরেছে ও। শুধু সন্দ্বীপেরই তো ২৫-২৬ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। ওদের লাশগুলা কি হাওয়ায় উড়ে গেল নাকি? মোট হাজারের উপর নিখোঁজ। বিদেশী উদ্ধারকারী দল আসলে অনেক গুলু প্রাণ কি বাঁচানো কি যেতনা? রাজনীতির কাছে হেরে গেল সহস্র প্রাণ।
মওদূদ সাহেব আজ এক অমৃত বানী শোনালেন। বিএন পি ক্ষমতায় আসলে সাভরের নিহত প্রত্যেক পরিবারকে ২০ লক্ষ করে দেয়া হবে। খবরটা হুইন্যা মনে কইলো সাভারে গিয়ে জানডা দিয়া দেই। পরিবার ২০ লাখ পাবে, খ্রাফ কি?
ও বুচ্ছি! ক্ষমতায় গেলে চুরিদারি ভালই হবে তাই ২০ লাখ দিতে গায়ে লাগবেনা! এখন পকেটে সিকিটি ও নাই তাই দিতে পারলেন না! শুনেন, ম্যাংগো পাবলিকরে আর বলদ ভাইবেননা। বাটপারি ছাইড়া লাইনে আসেন।অতিত থেকে শিক্ষা নেবার শিক্ষা আপনাদের কারো নাই, তাই বর্তমান থেকে শিক্ষা নেন। আপনি চালাক মানূষ। সব ঘাটের জল খেয়েছেন। আপনার জন্য ইশারাই কাফি। ও কে মওদূদ সাহেব?
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন