সোনার বাংলাদেশের ব্লগের মেজর রাহাতের সেই বিখ্যাত পোষ্টের স্ক্রীণ শট যা উলন্গ করে দিয়েছে নাস্তিকদের।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৪ এপ্রিল, ২০১৩, ১০:৩০:১০ সকাল
বাংলা ব্লগ জগতে সর্বাধিক পঠিত লেখাগুলুর একটি হল সোনার বাংলাদেশ ব্লগে লেখা মেজর রাহাত নামক ব্লগারের "শাহ্বাগের গোপন নেতাদের আসল চেহারা......" নামের লেখাটি।আমি তখনই সন্দেহ করেছি এ লেখা বেশীক্ষণ থাকবেনা। শেষ পর্যন্ত ঐ লেখা নয়, গোটা ব্লগই ব্লকড এবং ডাটাবেস থেকে ও সব মুছে ফেলা হল।
সতর্কতাবশত স্ক্রীণ শট নিয়ে রেখেছিলাম। দেখুন সেই বিখ্যাত পোষ্টটির ছবি
ইমেজটি অনেক বড়।লেখাগুলু খুব ছোট দেখাচ্ছে। তাই রাইট ক্লিক করে ডেস্কটপে সেইভ করে নিন, এর পর পড়ুন।
তাছাড়া আপনি এখানে গিয়ে ও দেখতে পারেন। পেজের বামদিকের ছোট ইমেজটার উপর ক্লিক করুন। বড় করে দেখতে পাবেন।
বিষয়: বিবিধ
২৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন