আল্লামা শফি কে ভন্ড বলার মত কুলাঙ্গারও এদেশে আছে!!!!

লিখেছেন লিখেছেন শ্লোগান ০১ মে, ২০১৩, ০৭:২৫:৩১ সকাল

প্রত্যেক দেশ ও জাতির মধ্যে এমন কিছু লোক থাকেন যাদের কে সবাই শ্রদ্ধা করেন, গুরু হিসাবে মানেন, বিনা বাক্যে তার কথা মেনে নেন। আল্লামা শফি হলেন বর্তমান বাঙ্গালী জাতির তথা বাংলাদেশের মুসলিম সমাজের এমন একজন ব্যক্তিত্ব। তাঁর ডাকে সরকারের বাঁধা ও রক্তচক্ষুকে উপেক্ষা করেও লক্ষ লক্ষ তৌহিদী জনতা ঢাকায় লংমার্চে ইতিমধ্যে যোগদান করেছেন এবং সারা দেশের বিভিন্ন স্থানের মহাসমাবেশে যোগদান করছেন। "হেফাজত নামটিই অন-ইসলামী ও ইসলামের হেফাজত আমাদের করার দরকার নেই আল্লাহ্ই করবেন" দালাল আলেম (আসলে ওরা ভন্ড ফকির ফোকরা, আলেম নয়) এর একটি গোষ্ঠী কর্তৃক এমন ফতোয়া দিয়েও আল্লামা শফির কাছ থেকে তৌহিদী জনতা কে ফিরানো যায়নি, আর কখনও ফিরানো যাবেও না।

কতিপয় শয়তান-নাস্তিক-মুরতাদ-কুলাঙ্গার বর্তমানে ব্লগে আল্লামা শফি কে ভন্ড বলে মন্তব্য করছেন। হায়রে দেশ, হায়রে মুসলিম জাতি-এটা আমাদের দুর্ভাগ্য। কুলাঙ্গার সে মুসলিম হোক বা অমুসলিম হোক-কাউকে শ্রদ্ধা করবে না এটাই স্বাভাবিক। আবার এটাও স্বাভাবিক যে মুসলিমের নয়নের মনি, ওস্তাদ কে কটুক্তিকারী কুলাঙ্গার কে জুতা পেটা করা হবে, জিহ্বা টেনে ছিড়ে ফেলা হবে এটাও স্বাভাবিক। জাতির কুলাঙ্গার সন্তানেরা শোন! এগুলো করে তোমাদের দাদা-পরদাদারও পার পায়নি, লাভবান হয়নি, অন্তরে শান্তি পায়নি; এমনকি তোমাদের গুরু ফেরাউন-হামান-নমরুদ দের অবস্থা কি হয়েছিল তার ইতিহাসও নিশ্চয় জান। তাহলে এগুলো করে লাভ কি? পরকালে তো শান্তি পাবেই না এমনকি দুনিয়াতেও পেতে পার কল্পনার চেয়ে ভয়াবহ শাস্তি যদি কোন মর্দে মুজাহিদ তোমাদের সাক্ষাৎ পেয়ে যায়। অতএব, সময় থাকতে সাবধান হও।

বিষয়: বিবিধ

১৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File