জোট-মহাজোট নয় সমৃদ্ধ বাংলাদেশ চাই
লিখেছেন লিখেছেন শ্লোগান ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:২৭:৫৮ সকাল
স্বেরাচার পতনের পর থেকে জোট-মহাজোটের বা বিএনপি-আওয়ামী লীগের শাসনের অধীন এই বাংলাদেশ। দুই দলের কেউই আমাদের সুশাসন দিতে পারে নাই, পারে নাই উন্নয়ন দিতে। এর কারণ এই দলগুলিতে দেশপ্রেমিক নেতা-কর্মীর অভাব। এরা শুধু নিজের পকেট ভারী করতেই জানে। এক্ষেত্রে বিএনপি-আওয়ামী লীগ কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। গলাবাজি যতই হোক না কেন দেশের জন্য, জনগণের জন্য কেউ কাজ করেন না। আতএব, আওয়ামী লীগের পর বিএনপি বা বিএনপির পর আওয়ামী লীগ ক্ষমতার মসনদে আরোহনের দ্বারা দেশের কোন উপকার হবে না। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মালয়েশিয়ার মাহাথির এর আদলে পরিকল্পনা করা দরকার। কিন্তু করবে কে? সবাই যে দুর্নীতিতে সিদ্ধহস্ত। বিএনপি-আওয়ামী লীগ পারে নাই আর পারবে বলেও মনে হচ্ছে না। তবে তারা যদি নেতার পরিবর্তন করে, দুর্নীতিবাজদের নেতৃত্ব থেকে বাদ দেয় তাহলে অবশ্যই পারবে।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন