জামায়াতের আসল অপরাধ - ৭১এ মানবতা বিরোধী অপরাধ নাকি অখন্ড পাকিস্থানের পক্ষাবলম্বন?
লিখেছেন লিখেছেন ঈমানের আলো ২০ ডিসেম্বর, ২০১৩, ০১:৪১:৪৪ রাত
মুক্তিযুদ্ধের চেতনাধারীরা বলেন, জামায়াতের নেতৃবৃন্দকে ১৯৭১এ গনহত্যা, ধর্ষন, লুট ইত্যাদি জঘন্য অন্যায়ের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার জন্য ফাঁসিতে ঝুলাতে হবে।জামায়াতের বর্তমান প্রজন্মকে তাদের জন্য আন্দোলন করে গায়ে পাকি গন্ধ না লাগাতেও পরামর্শ দেন।
কিন্তু জামায়াতের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে তাদের নেতারা ১৯৭১এ গনহত্যা, ধর্ষন, লুট ইত্যাদি জঘন্য অন্যায়ের সাথে কোনভাবেই জড়িত ছিলনা বরং তারা তাদের নিরপরাধ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যার বিরুদ্ধে নিজেদের প্রান দিয়ে লড়ছে।এজন্য গায়ে গুলি খেয়েও তারা মাঠে ময়দানে লড়ছে অন্যায়ের বিরুদ্ধে।
তাদের লড়াই অবিচারের বিরুদ্ধে....তাদের সামনে যদি প্রমান করেন যে, তাদের নেতারা ১৯৭১এ সত্যিসত্যিই ঐসব অপরাধ করেছিল তবে আপনাদেরকে শাহবাগে চেচাতে হবেনা বরং তারা নিজেরাই এধরনের জঘন্য কাজের লোকদের সঠিক শাস্তির ব্যবস্থা করবে।
জামায়াত-শিবিরের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে তাদের কারাবন্দী নেতারা পুরোপুরি নির্দোষ।
১৯৭১এ জামায়াতে ইসলামী অখন্ড পাকিস্থানের পক্ষ নিয়ে যদি অন্যায় করে তবে সরাসরি সে অপরাধের উল্লেখ করে বিচার করুন গনহত্যা, ধর্ষন, লুট ইত্যাদি জঘন্য অন্যায়ের সাথে জড়িত থাকার কথা সম্পূর্ণ মিথ্যা- এটাই জামায়াতের এ প্রজন্ম বিশ্বাস করে।
বিষয়: রাজনীতি
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন