শাহবাগী মুক্তমনা
লিখেছেন লিখেছেন ঈমানের আলো ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৪:৪৭ রাত
ভাষার মাস ফেব্রুয়ারী। বাংলা ভাষার বড়-ই দুর্দিন চলছে এ ফেব্রুয়ারী মাসে। এদেশের বীর সন্তানেরা ভাষার জন্য জীবন দিয়ে যে মুখের বুলি দিয়ে গেল আমাদের তা বিসর্জন দিতে পেরে-ই যেন আজ এদেশবাসী ধন্য।
ভাষা তো বিসর্জন দিয়েছে-ই; বদলে যাচ্ছে প্রচলিত বাংলা শব্দ গুলোর মানেও।যেমন: "মুক্তমনা" শব্দটির অর্থটা কি ঠিক ধরতে পারছি না। কারন, আজ কাল শাহবাগে জমায়েত সব মুক্তমনারা শপথ করছেন দেখছি- " আমারদেশ, নয়াদিগন্ত পত্রিকা পড়বে না, দিগন্ত টিভি দেখবে না, এমনকি যেসব ব্লগে শাহবাগী ধারনার বিপরীতে কোন যুক্তি-বুদ্ধি প্রকাশ পায় সেসব ব্লগেও ঢুকবেনা"।
মন কতটা সংকীর্ণ হলে মানুষ এসব শপথ করে!!!
মুক্তমনা জাফর ইকবালেরা মওদুদীর বই পড়েন না, শিবির প্রকাশনা ধরেন না, স্বেচ্ছায় মেয়েরা স্বল্প বসনে ঘুরে বেড়ালে খুশী হন তবে স্বেচ্ছায় কেউ বোরকা-হিজাব পড়লে ভীষন বেজার (রাগ) হন। নিজের মনের মতো না হলে যারা অন্যকে জবাই করার শ্লোগানও দেন (শাহবাগীদের শ্লোগান- এক একটা শিবির ধর, সকাল বিকাল জবাই কর) তারা যদি হন মুক্তমনা তবে বিভ্রান্ত না হয়ে আর পারিনা।
আজ থেকে "মুক্তমনা" শব্দটি বোঝার জন্য তাই ঠিক করেছি এটি হবে "শাহবাগী মুক্তমনা"।
বি:দ্র: বাংলাভাষাকে ভালভাবে জানতে, বুঝতে ও শিখতে হলে এমন আরো পরিভাষার বই-য়ের বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করছি।কেউ সহযোগীতা করবেন কি???
বিষয়: রাজনীতি
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন