তথ্য বিভ্রাটে মিডিয়ার তেলেসমাতি
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০১ এপ্রিল, ২০১৩, ১১:৫০:৪২ রাত
যেকোন পত্রিকার রিপোর্ট পড়েই বিষয়টি সত্য মিথ্যা বলার কোন যৌক্তিকতা নেই। দলীয় ও আদর্শিক স্বার্থ ছাড়া মিডিয়া সত্যকে যেমন চাপিয়ে যায় তেমনি সত্যকে ডাহা মিথ্যা বানাতে বড়ই পারঙ্গম। আপনাকে যদি কেউ বলেছে অমুক অমুক পত্রিকায় বা মিডিয়া বলা হয়েছে তাহলেই আপনি সত্য বা মিথ্যার উপর সন্তুষ্ট হতে পারবেন না। আপনাকে সত্য জানতে হলে এ বিষয়ে বিভিন্ন মিডিয়ার তথ্য ও উপাত্ত জানতে হবে । অতপর পারিপার্শিক অবস্থার প্রেক্ষিত বিবেচনায় রেখে আপনার বিবেককে সত্য জানতে প্রচেষ্টা চালাতে হবে। শুধু পত্রিকার কার্টিং এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার একটি লাইভ ক্যাপশন দেখেই একবাক্যে জবাব দেয়া অজ্ঞতা ছাড়া কিছুই নয়। ছবিতে দেখুন কিভাবে সত্যকে কেবল বিকৃতিই নয় বরং অসত্য বানিয়ে কোন একটি মহলকে উস্কে দিচ্ছে।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন