সব দোষ শুধু জামায়াত-শিবিরের
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৮ মার্চ, ২০১৩, ১২:৫৪:৪৯ রাত
বিশ্বজিৎকে হত্যায় যদি জামায়াত শিবিরের কেউ জড়িত থাকত বা জামায়াতের সাথে সংঘর্ষে নিহত হত, তাহলে সংবাদপত্র ও মিডিয়া গুলো হয়ত ধারাবাহিক ভাবে জামাতি তান্ডব বলে ধারাবাহিক রিপোর্ট করত। অথচ বিশ্বজিৎ হিন্দু হওয়ায় কিছুটা মিডিয়ার আসলেও ছাত্রলীগ কর্তৃক নিহত হওয়ায় তা মিডিয়ার ভাষায় তান্ডব নয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের গুলিতে একটি শিশু মারা গেলেও মিডিয়ায় তা তান্ডব নয়। অবস্থাদৃষ্টে মনে হয় "সন্ত্রাসী" বা "তান্ডব" শব্দটি একমাত্র জামায়াত শিবিরের জন্য সংরক্ষিত? ছাত্রলীগ কর্তৃক শিবিরের কাউকে পিটিয়ে মারা হলেও মিডিয়ার ভাষা জনতার গণ ধোলাই। অন্যদিকে জামায়াত শিবির কর্তৃক ঢিল ছুড়লেও বলা হয় জঙ্গীরুপে জামায়াত।
সারা বিশ্বের অগণিত অমুসলিম রকমারি সাঁজে দাড়ি গোঁফ রাখলে কোন দোষ নেই। বাংলাদেশে কোন মুসলমান দাড়ি রাখলেই যত সমস্যা। তখন সে মৌলবাদী কিংবা জঙ্গি অথবা জামায়াতী সন্ত্রাসী। হিন্দুরা মন্দিরে গেলে কারও কোন মাথাব্যাথা নেই, খ্রিষ্টানরা গীর্জায় গেলে কেউ দেখে না, বৌদ্ধরা প্যাগোডায় গেলে কারও কিছুই এসে যায় না; অথচ মুসলমানরা মসজিদে গেলেই মৌলবাদী জামায়াত শিবির হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। ইহুদীরা তাদের ধর্মীয় বই পড়লে কোন সমস্যা নেই, হিন্দুরা তাদের দেব দেবী নিয়ে রচনা পড়লে কারও তোয়াক্কা নেই; মুসলমানরা ইসলামী বই পড়লেই জিহাদী বই বলে উস্কানী দেওয়া হয়। সারাজীবন মাইকেল জ্যাকসন টাকনুর উপর প্যান্ট পরে গেছে, সেটা ফ্যাশন। অথচ কোন মুসলমান টাকনুর উপর প্যান্ট পরলেই জামায়াত শিবির বা ইসলামকে "আনস্মার্ট" ধর্ম বলে গালি দেওয়া হয়। পুলিশের নির্বিচারে গুলিতে নিরিহ মানুষ হত্যায় কোন অন্যায় হয় না; অথচ নিরিহ মানুষ দ্বারা ভাঙ্গা চোরা লাঠি নিয়ে মিছিল করলেও সেটা জঙ্গি কর্মকান্ড হয়। নারীদের ইচ্ছেমত হাফ প্যান্ট পরা তাদের অধিকার, কিন্তু স্বেচ্ছায় মুসলমান নারীদের নেকাব পরা ধর্মীয় গোড়ামি বা জামায়াতের মহিলাকমী বলে গ্রেপ্তার অথবা হেনস্তা/লাঞ্চিত করা হয়। বড়ই আজব মূল্যায়ন সভ্যতার লেবাসধারী পশ্চিমা ও ভারতের প্রভাবিত মিডিয়ার অসত্য ও জঘন্য মিথ্যাচার। মিডিয়ার বদন্যতায় জামায়াতকে অনেকটা "সন্ত্রাসী" খেতাবটা ওয়াকফ করে দেওয়া হয়েছে। তাই সব দোষ ঐ জামায়াত শিবিরের।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন