রক্তস্রোতে ভাসছে বাংলাদেশের গণতন্ত্র

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৪ মার্চ, ২০১৩, ১১:৫৪:১০ রাত

গণতন্ত্রের সজ্ঞায় বলা হয়েছিল By the people, of the people and for the people. বাংলাদেশে আজ গণতন্ত্রের ডিজিটাল সংজ্ঞা হচ্ছে এমন Arrest the people, hurt the people and Shoot/killed the people.

হাতকড়া পড়া অবস্থায় নির্দয়ভাবে পেটাচ্ছে পুলিশ এটা হচ্ছে Arrest the people



অতপর চোখ তোলা হচ্ছে কোন এক বিরোধী কর্মীর এটা হচ্ছে hurt the people



অতপর বুকে পিস্তল ঠেকিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

এটা হচ্ছে Killed or Murder the people.





এরপরও কি বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হচ্ছে। সত্যিই আশ্চর্য যে, গণতান্ত্রিক দেশে রক্তে ভেসে যাচ্ছে রাজপথ। যেন রক্তস্রোতে ভাসছে বাংলাদেশের গণতন্ত্র।



বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File