স্বাধীনতার মাসে আমার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দাও

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২১ মার্চ, ২০১৩, ০১:০৪:৫৪ রাত

আমার স্বাধীনতার গল্প আর শোনতে মন চায়না যখন দেখি স্বাধীন দেশের মানুষ আজ কথা বলার অধিকারও হারিয়ে ফেলেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন করতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে পুলিশ ও সরকারীদলের ক্যাডার। আহ্ কি নিষ্ঠুর নির্মমতা।



এটাই কি স্বাধীনতার স্বাধ। রিক্সা থেকে নামিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে চিরতরে পঙ্গু করে দেয়ার স্বাধীনতা।



স্বাধীনতার মাসে পুলিশের চরম বর্বরতা থেকে মুক্তি পায়নি এই ছোট্ট শিশুটিও।

আমি আর ৪২ বছরের পূর্বের স্বাধীনতার গল্প শুনতে চাইনা। ঐসব গল্প আমার নিরাপত্তা দিতে পারেনা। ঐসব গল্প আমাকে বর্বরতা থেকে মুক্তি দিতে পারেনি। সুতরাং আমার কাছে পাকিস্তানিদের বর্বরতাকেও হার মানিয়েছে আজকের গণতানিত্রক বাংলাদেশের পুলিশ। দূরের বাদ্য আজ শুণে কোন লাভ আছে? ক্ষুধার্ত মানুষকে বিয়ে বাড়ীর বিরানীর কিচ্ছা বলে কি হবে পার তো ক্ষুধা নিবারণে কিছু খাবার দাও। বাচঁতে চাই, আর বাঁচার অধিকারের নাম স্বাধীনতা কিনা তার ব্যাখ্যা হয়ত আমার জানা নেই। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File