আমি আপনার মতের সাথে একমত নাও হতে পারি কিন্তু জীবন দিয়ে আপনার মতকে প্রতিষ্ঠা করবো কেননা আমি একজন গনতান্ত্রিক।

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৩:২৫ দুপুর

আজব এই দেশ। আজব এই দেশের রাজনীতির খেলা। এ খেলায় কোন নিয়ম শৃংখলা নেই। গায়ের জোরে এখানেই সব চলে। পুলিশের গুলিতে রাজপথ লাল হয়ে যাচ্ছে আর বলা হচ্ছে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছি। বিরোধী মত ও পথকে সহ্য করা হচ্ছেনা মোটেও। রাজপথে শুধু নয় মধ্যরাতের টকশোতেও বিরোধী মতকে সহ্য করা হচ্ছেনা। মধ্যরাতের সিঁদ কাটা চোর বলা হচ্ছে। বলা হচ্ছে মুই কার খালুরে। অথচ এই সাংবাদিক ও গণতান্ত্রিক শক্তি গুলো চোখ বুঝে সহ্য করছে এত সব অগণতান্ত্রিক আচরণ সহ্য করছে। এটাই কি তাহলে গণতন্ত্র। বিগত একমাসে বিরোধী দলের তরুণ ও যুবকদের মধ্য হতে প্রায় ২০ জনকে পুলিশ গুলি করে হত্যা করা করেছে। মিছিল করা কি অগণতান্ত্রিক। আর এ অপরাধে কি গুলি করে হত্যা। বিবেককে জাগ্রত করুন। গনতান্ত্রিক হউন।

বিষয়: বিবিধ

২৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File