সকল খুনের বিচার চাই-কলংক মুক্ত বাংলাদেশ চাই
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১২:৩০ রাত
মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের রক্ত সাগর ভাসিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতার সূর্য। সেই রক্তের দাগ না শুকাতেই শুরু হলো খুন আর খুন। জহির রায়হান, সিরাজ শিকদার হতে শুরু করে বঙ্গবন্ধু, জিয়া , ডা: মিলন, আসাদ, থেকে ইলিয়াছ আলী হত্যা ও গুমের বিচার না হলে বাংলাদেশ সত্যিকারার্থে কলংক মুক্ত হবেনা। রাজনৈতিক কারণে হত্যা ও গুম এবং রাজনৈতিক কারণে ফাঁসী ও খালাস দেয়ার সংস্কৃতির কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা অতি দূর্বল। তাই রাজননৈতিবিদ দের সত্যিকার দেশ প্রেম থাকলে দেশে সাম্প্রদায়িক উস্কানী মূলক আচরণ না করে দেশে শান্তি ও শৃংখলা ফিরিয়ে আনা কর্তব্য। তাই দ্বিমূখী নীতি জাতির কাছে স্পষ্ট ।
ছবি পোস্টারটি দেখার পর প্লিজ মন্তব্য জানাবেন ও সকলের সাথে শেয়ার করবেন।
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন