নীল নদে বয়ে যায় রক্তের স্রোত
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৯ জুলাই, ২০১৩, ১২:৫৯:৪৫ রাত
একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করল মিশরের সেকুল্যার সেনাবাহিনী। মিশরে সেনাবাহিনীর প্রকাশ্য গুলিতে এ পর্যন্ত শত শত তাজা প্রাণ ঝরে গেল কিন্তু গণতন্ত্রের ফেরীওয়ালা রহস্যজনক নিরব। ওদের নিরবতায় প্রমাণ করে এই সেনা অভূ্থ্যান ও পরবর্তী হত্যাযজ্ঞে তাদের পরোক্ষ ইন্ধন রয়েছে। নিশ্চয় এই অভ্যুথ্যান ইহুদী,খ্রিষ্টান ও নিকৃষ্ট ইহুদীদের দালাল মুসলিম নামধারী মুনাফিকদের যৌথ ষড়যন্ত্রের ফলেই তা হয়েছে। যারা মুরসীর অদূরদর্শিতাকে দায়ী করেন তাদের জন্য এর চাইতে কি উত্তর হতে পারে যে, সেনাবাহিনী একদিকে মুরসীকে অপহরণ করেছে অন্যদিকে মুরসী সমর্থকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করছে।
মূলত পশ্চিমা ইসলাম বিদ্বেষী শক্তি ও মুসলিম নাম ধারী আমীর, ওমরা ও বাদশারা চায়না মিশরে ইসলামী শক্তির পূর্ণজাগরণ ঘটুক। তারা ইসলামী গণতন্ত্রের চাইতেও রক্তাক্ত সামরিক তন্ত্রকেই অগ্রাধিকার দিয়েছে। পাকিস্তানে মালালা নামক কোন এক কিশোরীকে কে বা কারা গুলি করেছে তাকে তালেবানদের হামলা বলে প্রচার করে এখন নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন করেছে। কিন্তু হাজারো মালালারা আজ ইরাক, আফগান, কাশ্মির, ফিলিস্তিন,আরাকান,মিশর ও সিরিয়ায় জীবন যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের দেখার কি কোন মানবতা আছে কি?
নাহ! ওদের জন্য কোন মানবতা নাই। ওদের রক্ত; রক্ত নয় ওগুলো লাল রঙ। লাল রঙ মেখে ওরা রাস্তায় শুয়ে থাকে।
আজ নীল নদে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। পৃথিবীর মানুষেরা তোমরা চোখ বুঝে থেকোনা তোমাদের জন্যও এমন দিন অপেক্ষা করছে।
জালিম অত্যাচারী ও শয়তানের দোসরদের হাত থেকে আল্লাহ তায়ালা মুমিনদের নাযাত দিন। আমীন।
বিষয়: বিবিধ
১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন