লাগামহীন বেপরোয়া ছাত্রলীগ!

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৫ জুন, ২০১৩, ০৪:০১:৩৭ বিকাল

একের পর এক শিশু হত্যার ঘটনা ঘটাচ্ছে সরকার দলীয় সন্ত্রাসী দল ছাত্রলীগ। স্বাধীনতা যুদ্ধের গৌরবান্বিত সময়ের সাহসী ও মেধাবী সংগঠনটি আজ সন্ত্রাস নির্ভর ও সরকারের পা চাটা গোলামের ভূমিকা ছাড়া আর কিছুই করছেনা।



দলীয় কোন্দল, টেন্ডারবাজী,চাঁদাবাজী, ইভটিজিং, খুন, ধর্ষণ ছাড়া যেন আর কোন কর্মসূচী ওদের নেই। ওদের ছাত্র নাম দেয়াও একটা অপরাধ। চট্টগ্রামে আরমান নামে এক শিশু ওদের দুগ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পূর্বে নিহত হয়েছে একটি শিশু। বিশ্বজিৎ,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবুবকর সহ অনেক মেধাবী ছাত্র ওরা নিজেরাই খুন করেছে।

বাংলাদেশের স্বাধীনতা প্রিয়, শান্তিপ্রিয় বুদ্ধিজীবি মহল, ও সাবেক ছাত্রলীগের মেধাবী সভাপতিদের কি কোন কর্তৃব্য নেই। অবিলম্বে ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবীতে সোচ্চার হউন। এই দাবী সাধারণ ছাত্র জনতার, জনতার দাবী বিবেচনা করুন। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File