অসমাপ্ত মিথ্যাচার
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৩ জুন, ২০১৩, ১২:২১:০৩ রাত
বাংলাদেশের রাজনীতির অন্যতম হাতিয়ার হচ্ছে অত্যন্ত যোগ্যতা ও পারঙ্গমতার সাথে মিথ্যা বলতে পারা। ছোট বেলায় দুষ্টমী করে মিথ্যা বলার সময় আমরা চোখ বন্ধ করতে বলতাম। কিন্তু রাজনীতির মিথ্যা চোখ খুলেই বলতে হয়। রাজনীতির মিথ্যা বলার সময় মনে রাখতে হবে আমি ছাড়া আর বাকী সবাই অন্ধ এবং বধির। মিথ্যা বলার সময়ে হৃদপিন্ড কাঁপলে মিথ্যা বলা যাবেনা। সত্যের মত অবলিয়ায় বলতে পারা একটা মহৎ গুণ। মুখের অবয়ব পরিবর্তন না করে মিথ্যা বলার ক্ষেত্রে বিশ্বব্যাপী কোন সংস্থা এ পর্যন্ত কোন পরীক্ষা নিয়েছে কিনা জানিনা। তবে যদি কখনো পৃথিবীতে এ ধরণের নির্জলা মিথ্যা বলার ক্ষেত্রে প্রতিযোগিতা হয় তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা সব এ প্লাস করে পাবে। কারণ এখানে মিথ্যাই যে কঠিন সত্য তা বলতে হবে সত্যের মত করে।
বাংলাদেশে কিন্তু মিথ্যার বাজার খুব গরম। সংসদ থেকে শুরু করে চায়ের দোকানে সর্বত্র।
নেতা নেত্রীরা রাজনীতির জন্য সত্য মিথ্যার তোয়াক্কা করে না। ওদের ইচ্চা মাফিক চলতে হয় এদেশে রাজনীতি পরিচালিত হয্ সুতরাং সত্যকে জেনে শুনে তা লুকানো অত সহজ নয়। মিথ্যার শেষ এখানে নয় ।
বিষয়: বিবিধ
১৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন