হেফাজতের রক্তের রং সাদা (হেফাজত মানুষ নয় ওরা স্বরীসৃপ)

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২১ জুন, ২০১৩, ১২:৩০:৪০ রাত

বাংলাদেশ নিষ্ঠুর রাজনীতির একটা উদাহরণ। বিশ্বাস অবিশ্বাষের নিষ্ঠুর রাজনীতি এদেশকে করছে ক্ষত বিক্ষত। এদেশের ঘৃণ্য রাজনীতি মানুষকে স্বরীসৃপে পরিণত করে ফেলেছে। সাধারণ বিজ্ঞানে পড়েছিলাম কিছু কিছু স্বরীসৃপের রং নাকি সাদা যেমন, টিকটিকি,তেলাপোকা ইত্যাদি। বিগত ৫ই মে দিবগত রাত ২.৩০ টায় ইতিহাসের নিষ্ঠুর বর্বরতম হত্যাকান্ড চালানো হয়েছিল শাপলা চত্তরে

যা দেশ বিদেশের মিডিয়া,সোসাল মিডিয়ায় ছবি, অডিও এবং ভিডিও দেখেছে দেশ বিদেশের অগণিত অসংখ্য মানুষ। জ্ঞানপাপী, জন্মান্ধরা ছাড়া এ বিষয়ে প্রায় সকল বু্দ্ধিজীবিরা্ই সো্চ্চার ছিল।

অথচ সংসদে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী বলেন হেফাজতের লোকেরা নাকি রং মিশিয়ে রাস্তায় পড়েছিল।

হেফাজতের রক্তের আজ যেন রঙ এর দামের চাইতেও কম অথবা হেফাজত আসলে কোন মানুষ নয় ওরা হলো স্বরীসৃপ যার ফলে ওদের রক্তের রং লাল নয় তাই হয়ত লাল রঙ্গ ঢেলে দিয়ে রক্ত রাঙা হয়েছে।

একেই বলে রাজনীতি! নীতিহীন রাজনীতি। নির্ধিদ্বায় মিথ্যা বলার রাজনীতি। রাজনীতিতে রক্তের রং বার্জার পেইন্ট এর চাইতেও কম।

বিষয়: বিবিধ

৩৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File