দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ৩১ মে, ২০১৩, ০৯:১৭:৪৭ সকাল

গণতান্ত্রিক বাংলাদেশের চেহারা বদলে গেছে।সাধারণ মানুষের সাথে আলাপচারিতায় জানা যায় তারা আজ ভয়ংকর আতংকে আছেন। কেন তারা এমন আতংকে থাকবেন? তাদের উত্তর হল সামরিক শাসকের সময়েও তারা আরো বেশি গণতান্ত্রিক অধিকার পেয়েছিলেন। একের পর এক গণতান্ত্রিক অধিকার খর্ব হতে হতে আজ রাজপথে সমাবেশের অধিকারটুকুও পাচ্ছেন না। এখনকার সরকার প্রধান কি তাহলে সামরিক শাসকদের অবস্থা দেখছেন না? তাদের পতন হয়েছিল কতইনা মর্মান্তিক। তাহলে জনতার অধিকার খর্বকরে কি লাভ? বরং দেনা বাড়ানোর খেসারত দিতে হবে। এই ঋণ রক্তের ঋণ, এই ঋণ শুধিতে হইবে একদিন।

বিষয়: বিবিধ

১৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File