ফ্রান্সে সমকামী বিয়ের বৈধতা--- প্রগতিশীলতা ও আধুনিকতার নতুন বার্তা !

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৯ মে, ২০১৩, ০১:২৭:০৫ দুপুর

আধুনিকতার(!) আরেকধাপ অতিক্রম করলো ফ্রান্স। সমকামীদের বিয়ের বৈধতা দিয়েছে। নৈতিকতা ও মানবতা বিধ্বংসী এই সামাজিক ব্যাধির বৈধতা দিয়েছে আইনের মাধ্যমে। মানুষকে আধুনিকতা ও প্রগতিশীলতার নামে বিকৃত যৌন উচ্চৃংখলতাকে অবশেষে বৈধতা দিতে হলো। মানব যেন আধুনিক জন্তুতে পরিণত হয়েছে।

ফ্রান্স কেন? হায়ওয়ান বানানোর কলাকৌশল শিখাচ্ছে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্রান্সের আগে আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন, দক্ষিণ আফ্রিকা- এই ১২টি দেশ সমকামী বিয়ের আইনি বৈধতা স্বীকার করে নেয়। এছাড়া নিউজিল্যান্ড ও উরুগুয়েতে প্রক্রিয়াটি আসছে অগাস্ট থেকে আইনি বৈধতা পাবে।

ধর্মহীন সমাজের অধপতনের শেষ কোথায় ?

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File