স্কাইপি কেলেঙ্কারী চাপা পড়ে গেল কিন্তু সুখরঞ্জন বালী আজো বেচেঁ আছে? তবুও বিচার নিরপেক্ষ!

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১৮ মে, ২০১৩, ১২:১১:০৬ দুপুর

যুদ্ধাপরাধ বিচার প্রশ্নবিদ্ধ করার প্রয়াস কারো নেই। কিন্তু এ সরকার প্রথম থেকেই যেভাবে নিলর্জ্জ দলীয়করণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে বিচার ব্যবস্থার আর কিইবা নিরপেক্ষতা থাকলো। আদালতের দুয়ার থেকে সাক্ষীকে গুম করা হলো তা স্বীকারও করা হলোনা! এটর্নি জেনারেল বলল "এমন ঘটনা ঘটেনি"।



যে বিচার রাজনৈতিক সে বিচারে সত্যকে চাপা দিয়ে রাখা যায়না। স্কাইপি চক্রান্ত ধরা খাওয়ার পর এবার সুখরঞ্জন গুম করার নাটকও ধরা খেয়ে গেল! তবুও রাজনৈতিক কারণে আমাদের শুনতে হবে বিচার নিরপেক্ষতার সাথে হয়েছে, বিশ্বে এমন বিচার কখনো কেউ দেখেনি! এ বিচার প্রশ্নাতীত।

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File