শাপলা চত্তরে হেফাজতের জীবন ও সাভারে রেশমার জীবন প্রসঙ্গ: জীবনের রাজনৈতিক মূল্যায়ন !
লিখেছেন লিখেছেন থার্ড পারসন ১২ মে, ২০১৩, ০১:২১:৪৯ রাত
রাখে আল্লাহ মারে কে? একি বিশ্বয়! রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর ধ্বংস স্তুপ থেকে জীবিত উদ্ধার করা হলো রেশমাকে। রেশমা এখন মৃতুঞ্জয়ী। দেশী বিদেশী মিডিয়ায় শিরোনাম। দুষ্ট লোকেরা নাটকের কথা বলছে আমরা তা অসত্য বলে উড়িয়ে দিতেও পারিনা। যাই হোক একটি রেশমার জীবনের অনেক দাম। একজ্ন রেশমা জীবিত উদ্ধারের ঘটনায় সরকার ও সরকারী মিডিয়ায় যে তোলপাড় শুরু করে দিয়েছে তাতে ধন্যবাদ দেওয়া প্রয়োজন ছিল কিন্তু তা দিতে পারছিনা সংগত কারণেই। একটি জীবনের চাইতে অবশ্যই দামী কিছু নেই। কিন্তু সাভারে হাজার মানুষের আহাজারী আমাদের কানে ভাসছে কিন্তু সরকারের কানে লেগেছে ৬ দিন পরে। একটি জীবনকে নিয়ে এত উল্লাস অন্যদিকে হেফাজতের তালেবে এলেমদের জীবন নিয়ে উল্লাস! মতিঝিল হত্যাযজ্ঞ, লাশের কোন হদিস নেই, কোন সঠিক তথ্যও দিচ্ছেনা! পুলিশের হাতে, বিজিবির হাতে ধরা পড়ার পরেও তাদের ঠান্ডা মাথায় খুন করে কত জীবন চিনিয়ে নিয়েছে সরকার, ঠিক ১৭ দিন পরে উদ্ধার করা জীবিত রেশমার জীবনের দাম কত বেশী!
হায়রে জীবন, হায়রে রাজনীতি! জীবনের মূল্য নিয়ে আজ রাজনীতি চলছে! এ যেন লাশের রাজনীতি! কফিনের রাজনীতি! থিক্ থিক্ এ রাজনীতি!
বিষয়: বিবিধ
১৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন