জালিমের সিংহাসন সত্যবাদী মজলুমের ঝাঁকুনিতেই ধ্বসে যাবে, ইনশাল্লাহ।(ছবি সংযুক্ত)

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ২৮ এপ্রিল, ২০১৩, ০১:১৮:৩৭ রাত

জালিম যুলমের মাধ্যমে সিংহাসন টিকিয়ে রাখতে চায়। মিথ্যাই হয় জালিমের মূল ভিত্তি। কিন্তু যুগে যুগে সত্যের পতাকাবাহী সিপাহী সালারেরা বাতিলের বিরুদ্ধে গড়ে তুলেছিল সর্বাত্নক বিপ্লব। কেননা সত্য সমাগত, মিথ্য অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। বিডিআর হত্যা,তাজরীন গার্মেন্টসে আগুনে পুড়ে শতাধিক শ্রমিকের মৃত্যু, চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ভেঙ্গে অসংখ্য মানব হত্যা, ২৮ ফেরুয়ারীর পুলিশের গুলিতে নির্মমভাবে সাধারণ সাঈদীভক্ত মানুষ হত্যা, সাভারে ভবন ধ্বসে হাজারো মানুষ হত্যা সব হত্যাকেই মিথ্যা দিয়ে ডাকতে চাইলেও তা সম্ভব হয়নি। এবার নতুন তত্ব আবিস্কার করা হলো ঝাঁকুনি তত্ত বা নড়াচড়া থিওরী। সত্যিই মাজলুমরা একদিন গড়ে তুলবে সর্বাত্নক আন্দোলন যার ঝাঁকুনিতে ধ্বসে পড়বে জালিমের প্রাসাদ। ছবিতে সাম্প্রতিক মিথ্যাচারের নমুনা দেখুন।









বিষয়: বিবিধ

২৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File