ফাঁন্দে পড়িয়া বগা কান্দে রে............

লিখেছেন লিখেছেন থার্ড পারসন ০৪ এপ্রিল, ২০১৩, ০১:০৫:৫৭ রাত

শাহবাগীদের উত্তাল জোয়ারে এখন ভাটির টান। মুখোমুখী হেফাজত ইসলামী ও শাহবাগী কথিত নাস্তিক ব্লগার গোষ্ঠ। লংমার্চ ও হরতাল। আসিফ নজরুল সহ কয়েকজন ব্লগারকে ইতোমধ্যে গ্রেফতার করা হলেও হেফাজত বলছে অন্যকিছু। তারা ইমরান এইচ সরকার,অমি রহমান পিয়াল সহ আরো অন্যান্য ব্লগারদের গ্রেফতার ও শাস্তি দাবী করেছেন। আওয়ামী লীগ শাহবাগ আন্দোলনের মাধ্যমে তত্তাবধায়ক সরকারের দাবী সহ অন্যান্য দাবী গুলোকে পাশ কাটিয়ে উত্তেজনার মাধ্যমে যে আবেগ সৃস্টি করেছিল তা কয়েক দিনের মধ্যেই চপশে গেল। মনে হচ্ছে যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। আসলে শাহবাগকে বাড়তে দিয়েছিল কে? সাফ কথা সরকার। অতপর অতিবামদের প্রতি দূর্বলতার কারণে সরকার শাহবাগ খেলায় বেশী দিন টিকে থাকতে পারলোনা। শাহবাগীদের বক্তব্য কে ড্রাফ করে দেয় তা নিয়েও কিন্তু বিতর্ক সরকারের মধ্যে। জামায়াত শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামায়াতকে নিমূল করতে গিয়ে মূলত সরকার চতূর্মূখী সংকটে নিমজ্জিত। ধরতে গিয়ে জামায়াত গণহত্যায় অভিযুক্ত, জামায়াত রাজপথ ছেড়ে দেয়নি এখনো। অন্যদিকে হেফাজত ইসলামীর ক্রমবর্ধমান শক্তিশালী অবস্থান সরকারকে আরো বেকায়দায় ফেলেছে। সরকার যেন নিজের তৈরী ফাঁদে নিজেই পড়ে গেল। দেশের বর্তমান নাজুক ও যুদংদেহী অবস্থার জন্য সরকারই দায়ী বলে সাধারণ নাগরিকদের ধারণা। কি করবেন, কোন পথ ধরে এগোবেন সরকার সেটাই দেখার অপেক্ষায় নাগরিক সমাজ।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File