সত্যি প্রেমের কারুকাজ
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৬:১১:৫৩ সন্ধ্যা
অনেক দিয়েছ, নিয়েছি শুধুই দু হাত পেতে,
তোমার বেলায় ছিলাম ভুলের খেলায় মেতে।
বাদলা দিনে, মেঘের ভিড়ে মাথায় ছাতা তুমি,
আশার আলো দেখাও যখন জীবন মরুভূমি।
উশর মাঠের ধুসর বুকে নতুন জীবন চাষ,
ভালোবাসো মুহূর্ত ক্ষণ এবং বারো মাস।
তবুও দেখো, অকৃতজ্ঞ আমি রাত্রি দিন,
ভুলেই আছি খাতায় জমা তোমার কতো ঋণ!
চলতি পথে যখন ছিলাম ভীষণ ভীষণ একা,
আড়ালে সব দুধের মাছি পাইনি কারো দেখা!
তপ্ত রোদে ছায়া হয়ে ছিলে মাথার পরে,
তখনও তোমায় চিনতে পাইনি আমি আপন করে।
এখন দেখো জীবন সূর্য অস্ত যাওয়ার বেলায়,
তোমায় খুঁজি বাতি জ্বেলে দিন বদলের মেলায়!
রক্তে রক্তে ভেসে বেড়ায় অবিশ্বাসের কীট ,
বারবারে ধসিয়ে দিয়ে বিশ্বাসেরই ভীত।
তবুও তোমার দয়ার আঁচল দাও বিছিয়ে আজ,
একদিন ঠিক আঁকবো সত্যি প্রেমের কারুকাজ
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারাটা জীবন খুব ব্যস্ত থাকেন যে !
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন