হলে ছেলে নিয়ে রাত কাটানো বনাম তাহাজ্জুদ নামাজ

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ০৬ নভেম্বর, ২০১৪, ১১:২৬:৩১ সকাল



হলে ছেলে নিয়ে রাত কাটানো, আর রাতে তাহাজ্জুদ পড়া সমান অপরাধ!

এই তো! বেশীদিন আগের কথা নয়। গত ফেব্রুয়ারির ১৮/১৯ তারিখের কথা। সরস্বতী পূজা উপলক্ষে শামসুন্নাহার হল খুলে দেওয়া হলো। সেই সুযোগে এক মেয়ের বয়ফ্রেন্ড রুমে লুকিয়ে রইলো সারারাত। কোনরূপ টর্চার ছাড়াই উক্ত ছাত্রীকে হল থেকে সসম্মানে বহিষ্কার করা হলো। দুনিয়ার কেউ জানলো না তার নাম। এমনকি! ঘটনা আসলে মিথ্যা এই ধরনের প্রচারণা চালাতেও অনেকে দ্বিধা করলো না।

যদিও প্রোক্টর ও স্বীকার করেছিলেন ঘটনার সত্যতা।

আর এই তো গতকাল রাতে তাহাজ্জুদ পড়া আর ইসলামী বই রাখার অপরাধে কয়েকজন ছাত্রীকে বহিস্কার করা হলো সেই সাথে শারীরিক নির্যাতন ও করা হলো।

আজব দেশের আজব ভার্সিটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড! এখানে ব্যাভিচারের যে শাস্তি তারচেয়েও বেশী কঠিন শাস্তি তাহাজ্জুদ পড়ার!

ইয়ে! তা নীলকররা যেমন দাঁড়ি রাখলে কর নিতো, টুপি পরলে কর নিতো, আমাদের জন্য হলেও তেমন একটা ব্যবস্থা করেন না! টাকা দিয়ে হলেও এতোটুকু মানবিক স্বাধীনতা দেন। আপনারা কি নীল করদের চেয়েও নিকৃষ্ট নাকি?

পাঠক, জাস্ট একটু তুলনা করেই দেখুন না। আগামীর জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছেন!

বিষয়: বিবিধ

২৯০৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281705
০৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩১
কাহাফ লিখেছেন :
ধর্ম পালন করতে গিয়ে এই ভয়াবহ অবস্হার সম্মুখীন হওয়ার জন্য মুসলিম নামধারী বেকুব জনগনও কম দায়ী নয়!
এই সব জালিম ও অসচেতন জনতার উপর আল্লাহর দ্রুত গজব নাযিল হোক!!
At Wits' End At Wits' End Time Out Time Out
281706
০৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৭
এস এম আবু নাছের লিখেছেন : ইয়ে! তা নীলকররা যেমন দাঁড়ি রাখলে কর নিতো, টুপি পরলে কর নিতো, আমাদের জন্য হলেও তেমন একটা ব্যবস্থা করেন না! টাকা দিয়ে হলেও এতোটুকু মানবিক স্বাধীনতা দেন। আপনারা কি নীল করদের চেয়েও নিকৃষ্ট নাকি?

যথার্থ বলেছেন।
281710
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৬
চোরাবালি লিখেছেন : প্রতিবাদী হয়ে ওঠেন আপনার পাশ থেকেই দেখে উচ্চ পর্যায়ের লোকেরাও সাবধান হবে।
281712
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
দ্য স্লেভ লিখেছেন : আমার ধারনায় কাফিরদের স্টাটাস মুনাফিকদের উপরে। আপনি মুনাফিকের নিকট থেকে যা পাবেন তাতে আপনার পিত্ত জ্বলবে। শত্রুকে আপনি কখনও কখনও সম্মান করতে পারেন কারন সে তার ক্ষেত্রে একনিষ্ঠ কিন্তু মুনাফিক.... !!! এরা গু অথবা তার চাইতেও খারাপ
281734
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আসুন আমরা প্রতিবাদ না করে হাতে চুড়ি পরে থাকি।
281735
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
আফরা লিখেছেন : সোনার বাংলার ভয়াবহ অবস্থা ।
281766
০৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
হতভাগা লিখেছেন : ঢাবি , জাবি - এসব জায়গায় প্রতিটা ডিসিপ্লিনে ব্যভিচারের উপর সাবজেক্ট আছে । তাতে মার্কসও প্রচুর । পরীক্ষা শুধু প্রেকটিক্যাল এবং তা সারা বছরই হয় ।

তাই এখানকার ছাত্রছাত্রীদের এই সাবজেক্টের ব্যাপারে সারাক্ষন সচেষ্ট থাকতে দেখা যায়।
281783
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
শরাফতুল্লাহ লিখেছেন : আপু এটা বাংলাদেশ তা বুঝতে হবে।
২দিন পরে হয়তো মসজিদের সামনেও পুলিশ দারিয়ে থাকবে যে কারা নামাজ পড়তে আসে তাদের গ্রেপ্তার করার জন্য।

সকল জুলুমেরই শেষ আছে, ইনশাআল্লাহ এই জালিমেরও অবসান হবে।

"তোমরা হতাশ হইয়না, নিরাশ হইয়না তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা মুমিন হও" আল কোরআন।
281850
০৬ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই আমাদের বর্তমান অবস্থা!
এই ছাত্রিদের মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনা। অথচ ইরানে এক নারির ফাঁসি নিয়ে কলামে কলামে কলম নষ্ট হয়ে যায়!
১০
281857
০৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৪০
নিশা৩ লিখেছেন : বর্তমান অবস্থা রাসুল (সাHappy এর ভবিষ্যৎবানির ই বাস্তব প্রতিফলন। তিনি (সাHappy এমন এক যুগের কথা বলেছেন যে যুগে ঈমানদার হওয়া আর হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা সমান কথা।
এরা এত নিকৃষ্ট যে মানবতার লেশটুকুও অন্তর থেকে মুছে দিয়েছে।
১১
281880
০৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৩২
লজিকাল ভাইছা লিখেছেন : চেতনালয়ে চেতনা আদান-প্রদান , কিংবা চেতনা প্রশমন করা যাবে কিন্তূ তাহাজ্জত পড়লে ত চেতনা বিনষ্ট হয়ে যাবে । তাই সে খানে তাহাজ্জুত বা কোরআন পড়া যাবেনা !!!! বুজদাচ্ছেন । ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১২
282111
০৭ নভেম্বর ২০১৪ রাত ১০:২৮
তিমির মুস্তাফা লিখেছেন : হে ধরিত্রী দ্বিধা হও!
১৩
306343
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩১
জোনাকি লিখেছেন : আপনারা কি নীল করদের চেয়েও নিকৃষ্ট নাকি?
১৪
306391
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৫
সত্য নির্বাক কেন লিখেছেন : হাইরে মানবতা.।.।.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File