ভিক্ষা চাইনা প্রাণ
লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ০৩ নভেম্বর, ২০১৪, ১০:৫৪:৫৯ সকাল
ভিক্ষা চাইনা প্রাণ,
যে প্রাণ কখনো পেয়েছিলো সেই সত্যের সন্ধান!
যে সত্য আলো হয়ে জ্বলে জাবালে নূরের বুকে
যে আলো বিনে মানবতা মরে রাস্তায় ধুকে ধুকে!
সে সত্য যখন করেছি এই মৃত্তিকা বুকে ধারন!
শৃগালের কাছে জীবন ভিক্ষা নাই করি অকারণ!
জানো, এ দেহ নশ্বর, আর নশ্বর এ মানুষ
কোন একদিন নিভেই যেতো রঙ্গিন এ ফানুশ!
তারচেয়ে যদি আজ পেয়ে যাই অমৃতের সন্ধান!
শকুনির কাছে চাইবো কেন ভিক্ষা নিজের প্রাণ?
শৃগালেরা ভাবে খুবলে খেলেই আর কটা তাজা লাশ,
সত্যের চাষ হবেনা এখানে কতো কতো বারো মাস!
যদি তাই হতো খুবাইব পরে এ পথে হাঁটত কি কেউ?
চাবুকের ঘা সয়েও প্রাণে সত্য কি দিতো ঢেউ?
তাই আর বলি! নতুন কি আর এখন সভ্যতায়!
শকুনিরা তো যুগ যুগ ধরেই মানুষের রক্ত খায়!
তুচ্ছ এ প্রাণ,
করে যদি দান
পাই অমৃতের সন্ধান,
সত্যি বন্ধু থাকবেনা বুকে
এক ফোঁটা অভিমান
বিষয়: বিবিধ
১৩৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ।।
"তুচ্ছ এ প্রাণ
করে যদি দান
পাই অমৃতের সন্ধান,
সত্যি বন্ধু
থাকনে না আর
একফোটা অভিমান!!"
অসম্ভব দীপ্তি ছড়িয়ে গেলো অসাধারণ এই লেখনী!
وفق الله تعالى لنا و لكمو لجميع المسلمين......
মন্তব্য করতে লগইন করুন