ইসলাম ফোবিয়াঃ বিয়ের পাত্র কিংবা গল্পের বই

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৩ আগস্ট, ২০১৪, ০৭:৩৭:২২ সন্ধ্যা



-আমার জন্য ছেলে দেখো! তোমার তো অনেক জানা শোনা আছে। ভালো হ্যান্ডসাম ছেলে হলে ভালো হয়!

- হ্যান্ডসাম এতো প্রায়োরিটি দিচ্ছ যে?

- সবাই বলবে কি সুন্দর জামাই পেয়েছি! এটাই আসল!

- দেখতে তো পারিই। কিন্তু আমার জানা শোনায় সব ইসলামিক মাইন্ডের ছেলে !

- এ মা! না না! এটা বাদে আর যা পাও চলবে! হুযুর বিয়ে করবো না!

-ইসলামিক মাইন্ডের হলে কি সমস্যা! এইসব ছেলেরা আরও ভালো হয়। চারিত্রিক দিক দিয়ে।

- তাও! দরকার নাই!

- এই তোমার লাইব্রেরীতে আর কোন বই নাই? সব দেখি কোরআন হাদিস আর ইসলামী সাহিত্ত্য দিয়ে ভরা!

- না তেমন বই নেই! বাকি যা আছে তা তো দেখতেই পাচ্ছ!

- তুমি এসব কি বই পড়ো! ইশ ভালো কোন বই ই নেই!

- আছে তো। ভালো করে দেখো!

- আমি এই ১০ টা বই নিলাম।

১০ টা বইই পুরা সুশীল। পাঠ্য তালিকাকে ইসলাম মুক্ত রাখা গেছে শেষ অবধি!

লেখাটা উচ্চমাধ্যমিকের ছাত্র ছাত্রীদের ডায়ালগ রাইটিং এর মতো হয়ে গেলো! এরকম কথোপকথনের শিকার আমি প্রায়ই হই। আমার মনে হয় অনেকেই হন। অনেকেরই ইসলাম শব্দটায় একটা ভীতি কাজ করে। কোন কিছুর সাথে ইসলাম শব্দটাই যেন মূর্তিমান আতঙ্ক!

ইসলাম মানা ছেলে মানেই স্বামী হিসেবে গ্রহণ মানেই স্বাধীনতা হরণ। অথচ, এই ছেলেগুলোই এই পাপে ভরা সমাজে নিজেদের চরিত্র বাঁচানোর চেষ্টা করে, পরকীয়ার হাত থেকে বেঁচে থাকে, এরাই যৌতূকের লোভে বউয়ের শরীরে এসিড ঢালে না, মারধোর করেনা! মেয়েদের রাস্তাঘাটে টিজ করেনা।

- প্রকৃত ইসলাম মেনে চলা স্বামী এক কথায় অনন্য, অসাধারণ!

আর কিছু কিছু মানুষ এই অসাধারণ মানুষদেরই পায়ে ঠেলে!

অনেক তো পড়লেন মার্ক্স, সমরেশ, হুমায়ূন আহমেদ, লিও তলস্তয়ের লেখা। এবার চাইলে একটু জীবন বিধান টা নেড়ে চেড়ে দেখতে পারেন! যার ছোঁয়াতে উশর জীবনে সোনা ঝরতে পারে! শান্তির ফুলে সুরভিত হতে পারে।অসভ্য আরব জাতি যে জীবন বিধানের ছোঁয়ায় অর্ধেক পৃথিবীকে শান্তির বারিধারায় স্নিগ্ধ আর পবিত্র করলো!

যে কোন বিচারে বাদী বিবাদী উভয়পক্ষকেই যাচাই করতে হয়। শুধু একপক্ষকে যাচাই করলে সেটা বিচার হয়না, প্রহসন হয়। আপনার জীবন ও একটা বিচারের আদালতের মতো। সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক পথ বেছে নিতে আপনাকে অবশ্যই ২ টি পথই বিচার করতে হবে। একবার ইসলামকে যাচাই করেই দেখুন না, ভালো না লাগলে নাহয় মানব রচিত বিধানই মানলেন!

যখন নামের সাথে ইসলাম আছে বলেই কিছুকে অগ্রাহ্য করেন , তখন কি একটুও বুক কাঁপে না! ইসলামকে যখন পাত্তা দেন না, পাত্তা দেন না শান্তি নামক শব্দটিকেও। যার পিছনেই প্রতিটা মানুষের জীবনভর ছুটে চলা!

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257484
২৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
আওণ রাহ'বার লিখেছেন : যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট।
যে তাকাওয়া অবলম্বন করে কল্পনাতীত ভাবে তার জন্য আল্লাহ অবশ্যই কোটিগুন ভালো ব্যাবস্থা করবেন।
থাংকু আপু পোষ্টের জন্য।
257492
২৩ আগস্ট ২০১৪ রাত ০৮:১৩
বাজলবী লিখেছেন : প্রশান্তিময় পোষ্ট যা হূদয়স্পর্শী করলো।জাযাকাল্লাহ খাইর।
257509
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর যুক্তিযুক্ত পোষ্টটির জন্য ধন্যবাদ।
ইসলামি বই পড়া বা ইসলাম পন্থি সাহিত্যিকদের বই পড়া নিয়ে অনেক অদ্ভুত পরিস্থিতির সম্মুখিন হয়েছি আমি। অনেকেই নসিম হিজাজি কিংবা শফিউদ্দিন সরদার এর বই দেখেও পড়তে চাননা। অথচ সুনিল এর পূর্ব-পশ্চিম বা সেই সময় নিয়ে দাবি করেন ইতিহাস যেনে ফেলেছেন। কষ্ট করে তাদের যদি আবুল মনসুর আহমদ এর "আমার দেখা রাজনিতির পঞ্চাশ বছর" পড়তে বললে তারা বলেন সময় নাই!!! অর্থাত তারা হিনমন্যতায় ভুগে প্রকৃত ইতিহাস ই জানতে চাননা।
257514
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৫
ইকবাল মোর্শেদ লিখেছেন : এই জেনারেশন মার্ক্স, সমরেশ কতটুকু পড়ে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হলিউডি মুভি দেখা আর গার্লফ্রেন্ডকে সময় দেয়ার পর আর কতটুকুই বা সময় তাদের হাতে থাকে!
আমার মনে হয়, কেউ যদি জীবনের একটা মুহূর্ত যদি একটু চিন্তা করে, কেন এই পৃথিবীতে আসলাম? কী আমার উদ্দেশ্য? - সেটাই তার ইসলামের পথে আসার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
257515
২৩ আগস্ট ২০১৪ রাত ১০:০১
আতিক খান লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্ট, সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
257518
২৩ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : অসাধারন লিখেছেন । আমাদের সবার চিন্তাটা যদি আপনার মত হত কতইনা ভালো হত । ধন্যবাদ .।। Rose
257529
২৩ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
আবু জান্নাত লিখেছেন : সত্যি বলেছেন, অনেক ভালো লাগলো, ধন্যবাদ
257613
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৭
কাহাফ লিখেছেন : অস্হির সময়ের গড্ডালিকায় ভেসে বেড়াচ্ছে আজকের যুব সমাজ,না বুঝেই ওরা দিক্ বিদিক ছুটছে,ওদের চিন্তার মোড় ঘুরাতে এ লেখা সহায়ক হবে......
257777
২৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
হতভাগা লিখেছেন :
ইসলাম মানা ছেলে মানেই স্বামী হিসেবে গ্রহণ মানেই স্বাধীনতা হরণ।






''ইসলামিক মাইন্ডের হলে কি সমস্যা! এইসব ছেলেরা আরও ভালো হয়। চারিত্রিক দিক দিয়ে।''


০ কাশ ! এয়সাহি হোতা ! ( মানে : আহ! আসলেই যদি সেরকম ভাবে চিন্তা করতো কেউ)
১০
261154
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৩
বিদ্যালো১ লিখেছেন : পশ্চিমারা এই ফবিয়া ঢুকিয়ে দিতে ১০০% সফল হয়েছে। আমাদের এগুলোর বিরুদ্দেই এগিয়ে যেতে হবে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
১১
279803
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৭
এস এম আবু নাছের লিখেছেন : ইসলাম মানা ছেলে মানেই স্বামী হিসেবে গ্রহণ মানেই স্বাধীনতা হরণ। অথচ, এই ছেলেগুলোই এই পাপে ভরা সমাজে নিজেদের চরিত্র বাঁচানোর চেষ্টা করে, পরকীয়ার হাত থেকে বেঁচে থাকে, এরাই যৌতূকের লোভে বউয়ের শরীরে এসিড ঢালে না, মারধোর করেনা! মেয়েদের রাস্তাঘাটে টিজ করেনা।

যথার্থ বলেছেন। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File