ইহুদী পণ্য বর্জন : একটি সুলক সন্ধান ( পণ্য ২- পেপসি)

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ০১ আগস্ট, ২০১৪, ১০:১৪:৫২ সকাল



এলাকার এক নেতার বাসায় ইফতারের দাওয়াত ছিল। মুনাজাতে হুযুর ফিলিস্তিনের জন্য দোয়া করলেন। দোয়া শেষে জনৈক প্রবীণ আত্মীয়া বলে উঠলেন- জনসন, লরিয়েল, কোক পেপসি আপনারা কেউ খেয়েন না। এগুলো ইহুদীদের পণ্য!

আমি একটু অবাক হলাম, আর খুশী ও হলাম, ফিলিস্তিনের প্রতি তার সহানুভূতি দেখে।

অবাক হলাম কারন

এরা যে ফেইসবুক ব্যবহার করেন না, তা বুঝা যায়। বাকি মানুষরাও খুব বেশী জানেন না, কিন্তু তাও তার কথার প্রতি সমর্থন দিলেন। হয়তো, তাদের ঘরের তরুণরাই তাদের সতর্ক করেছে পণ্য বয়কট করতে। পণ্য বয়কট একটি সামাজিক আন্দোলন হিসেবে সফল , সেদিন এই কথাটা খুব মনে হয়েছিলো।

পণ্য বয়কট আসলে কোন সমাধান নয়, কিংবা কোটি কোটি ডলারের বিনিয়োগে কয়েকজন মানুষ কয়েকটা পণ্য বর্জন করলেও কিছু যায় আসবেনা, এমন ধারনা অনেক মানুষের আছে। ধারনা করেই আমরা দায়িত্বমুক্ত হয়ে যাই। পণ্যের অভাব বোধ করে আর কখনোই বিকপ্ল পণ্য উদ্ভাবনের চিন্তা ও আসে না।

আমরা আসলে পরে কি হবে তা নিয়েই বেশী মাথা ঘামাই, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা মাথা ব্যাথা করিনা।

ইহুদীরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্মম অত্যাচার করছে, শিশুদের হত্যা করছে, বোনদের ধর্ষণ করছে এসব যদি আমরা অন্যায় ভেবে থাকি, একজন মুসলিম হিসেবে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে প্রতিবাদ করা ঈমানের নুন্ন্যতম দাবী। একজন মুসলিম কোন অন্যায় দেখলে সবার আগে হাত দিয়ে প্রতিরোধ করবে, না পারলে মুখ দিয়ে না পারলে মন থেকে অন্যায়কে ঘৃণা করবে। হাদিসে বর্ণিত অন্যায়ের প্রতিবাদের এই সুন্দর সংজ্ঞায়ন ভুলে আমরা ব্যস্ত পণ্য বয়কটে কি লাভ এইসব নিয়ে ফতওয়া জারিতে!

পণ্য বয়কট সেই উপায় যার মাধ্যমে আমরা অন্যায়ের প্রতিবাদ জানাতে পারি। আগে আপনি আপনার দায়িত্ব পালন করুন, এরপর বিশ্ব মুসলিমের দ্বায়দায়িত্তের হিসাব নিয়েন।

পৃথিবীতে ৭০০ কোটি মানুষের মধ্যে অর্ধেকই মুসলিম। আর পণ্য বয়কটের আহ্বান শুধু যে বাংলাদেশের মুসলিমদের প্রতি তা নয়, ইহুদী পণ্য বর্জনের ডাক সারা পৃথিবীর মুসলিম মুসলিম দেশে দেশে চলছে।

তবে পার্থক্য একটাই। কোন কোন দেশে সারা বছরই ইহুদী পণ্য বর্জন করা হয়, আর বাংলাদেশে সিজনাল। পণ্য বয়কট তখনই বেশী কার্যকর হবে যখন এটা দীর্ঘ মেয়াদী হবে, জীবন যাপনের দিনালিপির একটা অংশে পরিণত হবে।

অনেকে বলেন- ফেইসবুক টুইটার এসব ও ইহুদী পণ্য, মার্ক জুকার ইজারাইল ডিফেন্সের বন্ড কিনেছে।

কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যম ওদের আবিস্কার বলেই বর্জন করতে হবে, এই ব্যাপারে আমি সম্পূর্ণ দ্বিমত। মুসলিমদের কোন মিডিয়া নেই। আর ফেইসবুক ইহুদীদের আবিষ্কার হলেও এটা তাদের জন্য গোঁদের উপর বিষ ফোঁড়া। কারন, এই জগতটা চাইলেও ওরা নিয়ন্ত্রণ করতে পারছেনা। যদি পারতোই তবে আরব বসন্ত কোনদিন পৃথিবীতে আসতো না, মিশর তিউনেসিয়ার স্বৈর শাসকদের পতন ও কখনো হতো না।

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ইহুদীদের আবিষ্কার বলেই এর বেশী বেশী ব্যবহার আমাদের প্রয়োজন। কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গালে মাখার ক্রিম আর কোলার সাথে এসব সামাজিক মাধ্যমের তুলনা দেওয়া মূর্খতা ছাড়া কিছুই নয়।

ইহুদী পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির নাম হোল-

১.পেপসি ও কোকাকোলা কোম্পানী, ফানটা, মিরিন্ডা, সেভেন আপ, স্প্রাইট

২. নেসলে পন্য

৩. ইউনিলিভার পণ্য

৪. বাটা সু কোম্পানী

৫. ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস্ ফাস্টফুড/কফি শপ

৬- ডিসনি

৭- আইবিএম

৮- লরিয়েল প্যারিস

৯- কিম্বারলি

১০ – জনসন অ্যান্ড জনসন

১১-motorola

১২- সিমেন্স

১৩- নোকিয়া

১৪- সোডা স্ত্রিম

১৫- রেভলন

ধারাবাহিকভাবে এসব পণ্যের সাথে ইহুদীদের সংশ্লিষ্টতার উপর লেখা হবে। এবার আসুন আজকের পণ্য পেপসি প্রসঙ্গে।

পণ্য ২- পেপসি

PEPSI নামের মাঝেই যার লুকিয়ে আছে সৃষ্টির রহস্যঃ

যদিও পেপসির জন্ম ১৮৯৮ সালে যুক্তরাষ্ট্রে বলে অনেকেই এটাকে ইহুদীদের পণ্য বলতে দ্বিধান্বিত হন, কিন্তু একটা জিনিষ আমরা ভুলেই যাই, এই ইজরাইলের জন্ম ফিলিস্তিনে হওয়ার অনেক আগেই আমেরিকায় একটা মিনি ইজরাইলের জন্ম হয়েছিলো, যার জনগনেরাই আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করতো। সুতরাং, আমেরিকায় জন্ম হওয়া কোন কোম্পানি ইজরাইলের স্বার্থ রক্ষায় কাজ করলে তাতে এতো অবাক হওয়ার কিছু নেই। বরং এটাই স্বাভাবিক।

যা বলছিলাম, বিভিন্ন আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশের গণমাধ্যম গুলোতে পেপসির পূর্ণরূপ নিয়ে অনেক আলোচনা হয়েছে।

PEPSI= PAY EVERY PENNY SAVE ISRAIL



পেনি মানে ডলারের ক্ষুদ্রতম একক। আমাদের দেশে যেমন একটাকার কোন মূল্য নেই, অথচ একটাকা দিয়েই সমস্ত অর্থনৈতিক কাজের সূচনা ঠিক তেমনি ইজরাইল এই গুরুত্বপূর্ণ এক পেনি, অর্থাৎ অর্থনৈতিক যে কোন কাজের সুচনায় ব্যবহৃত এই ভাংতি এক টাকা প্রদান করতে বলছে।



বাংলাদেশে এই একটাকা এখন একটি চকলেট সমমূল্য দাম। অনেক ক্ষেত্রেই একটাকা আমরা দোকানদার বা রিকশাওয়ালা না দিতে পারলে দাবী ছেড়ে দেই। অর্থাৎ এই একটাকার ইউজ ভ্যালু অনেক কম, কিন্তু এই যে এই একটা টাকা আমাদের প্রয়োজন হচ্ছেনা, এটা ও ইহুদীরা চায় ওদের রক্ষায় ব্যবহার হোক। আর বাদবাকি আপনার আমার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর তাদের কি পরিমাণ আধিপত্য থাকতে পারে সেটা আল্লাহই জানেন।

আপনি এক পয়সা দিয়ে হলেও ইজরাইলকে রক্ষা করার কাজে জড়িত নেই তো?

পেপসি একটি নামকরা কোমল পানীয় কোম্পানি, যার বিস্তৃতি পৃথিবীর ২০০ দেশে। যা ২২ ধরনের পণ্য উৎপন্ন করে।

এর বার্ষিক আয় ৬৫ বিলিয়ন ডলার।

এর অন্যতম পণ্য গুলো হোল- frito lay, Tropicana, quaker ইত্যাদি।

বাংলাদেশে পেপসির নতুন পণ্য মিনারেল ওয়াটার আকুয়াফিনাই নতুন যাত্রা করেছে, যা এখন দোকানে দোকানে মামের বদলে পাওয়া যাচ্ছে।

আপনি কি জানেন পেপসির লোগোর মানেঃ



পেপসির লোগোতে ব্লু সি মানে ইহুদীদের আনন্দ মাখা বিজয়, আর লাল বৃত্ত মানে মুসলিমদের রক্ত। নীল সাগরে মুসলিমের রক্ত দিয়ে সূর্যোদয়ের দৃশ্য। ২০০৬ সালের অক্টোবর মাসে নেদারল্যান্ডের লেখক mr.Bendada তার একটি গবেষণামূলক প্রতিবেদনে পেপসির লোগোর এই ব্যাখ্যা দেন। এছাড়াও তিনি বলেন-“ যদি তুমি pepsi কে উল্টা করো (ısdǝd এভাবে), এবং এর মাঝে একটি 'A' বসাও (ısdɐǝd) যার অর্থ হিব্রু ভাষায় দাড়ায়- ইজরায়েল ।”

শুকরের চর্বি মিশ্রিত পেপসিঃ



১৯৮৭ সালে একটি বিখ্যাত বই প্রকাশিত হয় যার নাম- picture is not shown

এ দেখানো হয়, কীভাবে শূকরের অতিরিক্ত চর্বি প্রক্রিয়াজাত করে পেপসিতে মিশানো হয়। এরপর অবশ্য দেশে দেশে মুসলিমরা পেপসি বর্জনের ডাক দেয়।

২০০৬ সালে আল রিয়াদ পত্রিকায় ও পেপসিতে শুকরের চর্বি মিশ্রিত করার ব্যাপারে গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ হয়।

শুকরই একমাত্র প্রাণী যা ময়লা আবর্জনা, গোবর, মল মুত্র খায় যা এর শরীরে তৈরি করে প্রাণঘাতী জীবাণু ও অণুজীব। তাই , শুকর খাওয়া সম্পূর্ণ হারাম। পেপসি শুধু ফিলিস্তিনে গণহত্যার মদদ দাতাই নয়, বরং পেপসির সাথে মুসলিমদের জন্য অত্যন্ত সেনসিটিভ ইস্যু হালাল হারাম ও যুক্ত।

গবেষণায় জানা গেছে- পেপসি বানানো হয় pig sausage দিয়ে যা ক্যানসারের ঝুকি বহন করে।

আসক্তি তৈরিকারী পেপসিঃ



সেদিন এক আত্মীয় বলছিল- পেপসিতে এমন কিছু একটা আছে যা খেলে নেশার মতো লাগে, বা বারবার খেতে মন চায়। মানুষের অভ্যাসে পরিণত হয়।

এই আত্মীয় দিনে গড়ে ৪ লিটার পেপসি খান।

যে পদার্থের কারনে তার এমন বারবার খেতে মনে চায় সেই পদার্থটির নাম- aspartame.এটা এমন এক পদার্থ যা মানুষের মধ্যে নেশা তৈরি করে দেয়, ঐ পণ্য বারবার খেতে।





এমনকি ধারনা করা হয়, সামান্য পরিমাণ এলকোহল ও মিশ্রিত করা হয় এসব পণ্যের সাথে।

যদিও উপযুক্ত প্রমাণ নেই, তাই এসব পণ্যকে মাশকুক বা সন্দেহযুক্ত পণ্য বলা হয়।



বিশ্ব মুসলিম নেতাদের দৃষ্টিতে পেপসিঃ

২০০৮ সালের ২৩ এপ্রিল হামাস সংসদ সদস্য আল আকসা টি ভি কে দেওয়া এক সাক্ষাৎকারে সালেম সালামাহ বলেন-

, “There are companies established by the colonialists and occupiers - large companies with branches all over the world, like Pepsi,Pepsi Cola. This is a well-known company. Pepsi is an acronym. P-E-P-S-I - Pay Every Pence to Save Israel. Pay every pence - pence is one-hundredth of a dollar – to save Israel. Pay every pence to save Israel…”



এই তো কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসেও আল নাস টিভিতে মিশরের ধর্মীয় নেতা হাজেম আবু ইসমাইল পেপসি বর্জনের ডাক দিলেন ।তিনি বলেন- " pepsi means- Donate the small change you don't need, but give it to the right cause. If you collect small change, you can buy this drink." They took the first letter of each word - "Pay Every Penny Saving Israel" - and they formed the word "Pepsi."

জানুয়ারি ১৮ ২০০৯ বিবিসি নিউজের বরাতে জানা যায়- KFC, Pepsi , Cocacola, Starbucks et Macdonalds are donating their next 2 weeks of earned revenue to Israel. ^^^ source BBC News^^^^

পেপসিকে অ্যান্টি ইহুদী পণ্য প্রমাণের পশ্চিমা প্রচেষ্টাঃ

আপনি যখন পেপসির ইহুদী পণ্য হওয়ার ব্যাপারে গুগলে সার্চ দিবেন, আপনি তথ্য দিয়ে সন্দেহে পড়ে যাবেন। কারন, পেপসি নিয়ে বিতর্ক সাড়া পৃথিবীতে। আর ইহুদী খৃস্টানদের দোসররা পেপসি ইহুদী পণ্য নয় , এই প্রচারণা চালাতে ব্যস্ত।

মূলত, কোকাকোলার মুখোশ যখন মুসলিম দেশগুলোতে উন্মোচিত হয়ে যায়, তখন আরব দেশগুলোর কোমল পানীয়ের বাজারে রাজত্ব করতে আমেরিকান এই কোম্পানির আবির্ভাব হয়। যার মালিক একজন ইহুদী গুথ ভি লোফ!

কিন্তু ব্যবসার শুরুতেই পেপসি ইজরাইলে ব্যবসা করতে অস্বীকার জানিয়েছিল, যা একধরনের অভিনয় ছাড়া আর কিছুই ছিল না। কারন, পরবর্তীতে ১৯৯২ সালে পেপসি ইসরাইলে ব্যবসা শুরু করে, এবং তাদের ইহুদী প্রিতির নানা প্রমাণ দেয়।

স্ট্রস কোম্পানির সাথে পার্টনারশিপঃ



পেপসিকোর ইসরাইল প্রীতির সবচেয়ে বড় প্রমাণ ইসরাইলের সবচেয়ে বড় ফুড কোম্পানি strauss এর সাথে পার্টনারশিপ।

স্ট্রস কোম্পানির সাথে বিগত ২০ বছর ধরে পেপসির পার্টনারশিপ অত্যন্ত মজবুত। যা স্ট্রস কোম্পানির ওয়েব সাইটে স্পষ্ট লেখা আছে। লক্ষ্য করে দেখুন, পেপসি ইসরাইলে এসেছে ১৯৯২ সালে, অথচ, ইসরাইলের কোম্পানি স্ট্রস এর সাথে এর বাণিজ্যিক চুক্তি ১৯৯০ সালে শুরু হয়। সুতরাং, বুঝাই যায় ইসরাইলকে বর্জনের যেই অভিনয় পেপসি করেছিলো, সেটা এক সুনিপুণ অভিনয়।

American multinational food and beverage corporation এই ২ কোম্পানিকেই সাবসিডি দিচ্ছে।



পেপসি স্ট্রস ইসরাইলে নোনতা স্ন্যাক্সস frito lay উৎপাদন করছে, এতে ২ কোম্পানিরই শেয়ার আছে ৫০ ভাগ করে। শুধু তাই নয়, স্ট্রস কোম্পানির সাথে ইজরাইলের অন্যতম পণ্য sabra hummus ও যুক্ত।

পেপসি আর স্ট্রস কোম্পানি অনেকগুলো বিষয়ে চুক্তিবদ্ধ। স্ট্রস কোম্পানির অনেক পণ্য বিক্রিতে পেপসিকে ঢালাও লাইসেন্স দেওয়া আছে।

২০০৮ সালে আরেক ইজ্রাইলি ব্র্যান্ড সাব্রা হামাস এর সাথে পেপসি ও স্ট্রস ৫০ ভাগ শেয়ারে রেফ্রিজারেট খাবারের উন্নয়ন ও উৎপাদনে পার্টনার হয়।

ইজরাইলে এমন কোন শিশু নেই যারা স্ট্রস কোম্পানির দুগ্ধজাত পণ্য DANONE আর YO TVATAর নাম জানে না! স্ট্রস কোম্পানি তাদের ওয়েব সাইটে ইসরাইলের প্রতি তাদের সামাজিক দায়িত্ব এবং সমর্থনের ব্যাপারে প্রকাশ্য লিখে রেখেছে।



তারা অধিকৃত প্যালেস্টাইনের বিভিন্ন অঞ্চলে স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য দিয়ে থাকে। পেপসির সাথে ১৯৯২ সালে chetoos and ruffles প্রক্রিয়াজাত করনের ব্যাপারে তাদের চুক্তি। ১৯৯২ সালে ইসরাইলের sderot এ কোম্পানি স্থাপন করে। ১৯৯৮ সালে frito lay র পার্টনার, ২০০৮ এ সাবরা হামাসের সাথে পার্টনার হয় পেপসি।

অথচ, আপনার আমার আই ওয়াশের জন্য বিভিন্ন যায়গায় লেখা আছে- পেপসি আমেরিকান পণ্য, ইসরাইলে নাকি বিজনেসই করতে চায়নি!

যারা ইসরাইলে বিজনেসই করতে চায়নি, তারা ইসরাইলে ২য় বৃহত্তম খাদ্য উৎপাদনকারী কোম্পানির সাথে ৫০ ভাগ শেয়ারে কি এমনি এমনি চুক্তিবদ্ধ হয়?

নাকি ইহুদীদের সাথে অতি পিরীতি এর পিছনে প্রভাবক হিসেবে কাজ করে?



স্ট্রস কোম্পানিকে কে লিকেট ইসরাইল পুরষ্কারে ভূষিত করা হচ্ছে

পেপসি , স্ট্রস ও বর্বর গোলানি প্লাটুনঃ

৫০ ভাগ শেয়ারে থাকা পেপসি স্ট্রস কোম্পানির সকল কাজের অংশীদার। সেই হিসেবে স্ট্রস কোম্পানি বিগত পঞ্চাশ বছর ধরে ইসরাইলের গোলানি প্লাটুনকে লালন পালন করছে, যারা বিভিন্ন সময় ফিলিস্তিনে বর্বর হামলার অভিযোগে অভিযুক্ত। গোলানি প্লাটুন ইজরাইলের সবচেয়ে দুর্ধর্ষ, সবচেয়ে দেশপ্রেমিক সৈনিক প্লাটুন হিসেবে পরিচিত। যারা ফিলিস্তিনে হওয়া ইজরাইলের যে কোন অভিযানে হিংস্রতার পরিচয় দিতে সবচেয়ে এগিয়ে আছে।

সুতরাং, ইহুদী ও তাদের দোসরদের পণ্য বর্জন করুন। বর্জন করুন পেপসি ও, যা দিয়ে আপনার ভাইয়ের বুক রক্তাক্ত করার জন্য বুলেট কেনা হয়।

বিষয়: বিবিধ

৩৮১১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249863
০১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৫
মির্জা লিখেছেন : অনেক খেটেছেন এত ডিটেইলড একটা লেখা লিখতে। আল্লাহ আপনার এ লেখা উম্মাহর খেদমতে কবুল করুন এবং আপনাকে উত্তম জাযা দিন।
০১ আগস্ট ২০১৪ সকাল ১১:২১
194201
সাফওয়ানা জেরিন লিখেছেন : একটু তো খাটতে হয়েছেই। কারন, গুগলে পশ্চিমা সাইটগুলোর অপপ্রচারের ভিড়ে সঠিক তথ্য বের করা খুবই কষ্টকর কাজ। অনেক গুলো আর্টিকেল ইংরেজিতে পড়তে হয়েছে। এরপরেও স্পষ্ট তথ্য পাওয়া যায় তো যায় না। আর আমি ঢালাও লেখার পক্ষে না তাই একটু খাটছি এসব নিয়ে। পড়ার জন্য ধন্যবাদ
249865
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:২১
শারিন সফি অদ্রিতা লিখেছেন : JAZAKILLAH khoir sister! May Allah Bless you & reward you! Ameen..

Somebody really needed to stand up to unmask the fabricated truth!
Please do continue..

Fee amanillah !
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩০
194206
সাফওয়ানা জেরিন লিখেছেন : উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পড়ে আপনাদের উৎসাহ গুলো আবার জেগে ওঠার তাগিদ দেয়
249871
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩১
সুশীল লিখেছেন : লাভ নাই , মাইনাস
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:২৯
194280
সাফওয়ানা জেরিন লিখেছেন : কথিত লাভের জন্য লিখিনি। ধন্যবাদ
249882
০১ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৯
বুড়া মিয়া লিখেছেন : আপনি এখানেও অনেক কষ্ট করেছেন – তথ্য উপস্থাপনে, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কেননা এভাবে সাজানো জিনিস পাওয়া আমাদের অনেকের কাছেই দুস্কর।
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
194281
সাফওয়ানা জেরিন লিখেছেন : বাংলা ভাষায় এসব নিয়ে লেখা খুবই অপ্রতুল। তাই নিজের দায়িত্ব মনে হোল। পড়ার জন্য ধন্যবাদ। সাথে থাকুন
249892
০১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৬
কুয়াশা লিখেছেন : আপনাকে ধন্যবাদ দেয়ার জন্যই লগইন করা। আপনার আগের লেখাটাও মন কেড়েছে। সেটা আমার ফেসবুকে শেয়ার দিয়েছি এটাও দিলাম।

আর সর্বোত্তম পুরস্কার দেয়ার মালিক তো আল্লাহ। তিন আপনার কষ্টের সর্বোচ্চ পুরস্কার দিন। আমিন।
249897
০১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০১
আতিক খান লিখেছেন : আপনাকে অভিনন্দন দিলে সেটা কম হবে। সত্যিই মুগ্ধ আপনার এই প্রচেষ্টায়। কারো কথায় দমবেন না, চালিয়ে যান আপনার মিশন। ঈদের শুভেচ্ছা। জাযাকাল্লাহ খাইরান। Rose Good Luck Thumbs Up
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩১
194284
সাফওয়ানা জেরিন লিখেছেন : Happyআপনাকেও ঈদের শুভেচ্ছা
249914
০১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৪
আবু জান্নাত লিখেছেন : অনেক কষ্ট করে একটি সুন্দর গবেষণামূলক প্রতিবেদন লিখলেন, আপনার কষ্টের বিনিময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তবে ধন্যবাদ জানাতে কৃপণতা করবো না। অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। আমীন।
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
194282
সাফওয়ানা জেরিন লিখেছেন : Happy Happy Happy পড়ার জন্য ধন্যবাদ
249959
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : পন্যের পুরো লিষ্টটা দেবেন?
০১ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
194318
সাফওয়ানা জেরিন লিখেছেন : ইহুদী পণ্যের মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির নাম হোল-

১.পেপসি ও কোকাকোলা কোম্পানী, ফানটা, মিরিন্ডা, সেভেন আপ, স্প্রাইট

২. নেসলে পন্য

৩. ইউনিলিভার পণ্য

৪. বাটা সু কোম্পানী

৫. ম্যাকডোনাল্ডস ও স্টারবাকস্ ফাস্টফুড/কফি শপ

৬- ডিসনি

৭- আইবিএম

৮- লরিয়েল প্যারিস

৯- কিম্বারলি

১০ – জনসন অ্যান্ড জনসন

১১-motorola

১২- সিমেন্স

১৩- নোকিয়া

১৪- সোডা স্ত্রিম

১৫- রেভলন
249983
০১ আগস্ট ২০১৪ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ পরিশ্রমি লিখাটির জন্য। একটু থেয়াল করলেই দেখবেন পৃথিবির তথাকথিত বড় কোম্পানিগুলি একটু চেষ্টা করলেই বর্জন করা যায়। কোল্ডড্রিংকস,চকলেট,ক্রিম,ফেইসওয়াস,
প্রসাধনি ইত্যাদি কোনভাবেই মানুষের মেীলিক প্রয়োজন এর অন্তর্ভুক্ত নয়। কৃত্রিম চাহিদা সৃষ্টি করে এই পন্যগুলির বাজার সৃষ্টি হয়েছে। প্রযুক্তিপন্যের ক্ষেত্রে এই বর্জন একটু কঠিন। তবে এগুলিরও যথেষ্ট বিকল্প রয়েছে।
০২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৮
194364
সাফওয়ানা জেরিন লিখেছেন : কোল্ডড্রিংকস,চকলেট,ক্রিম,ফেইসওয়াস,
প্রসাধনি ইত্যাদি কোনভাবেই মানুষের মেীলিক প্রয়োজন এর অন্তর্ভুক্ত নয়। কৃত্রিম চাহিদা সৃষ্টি করে এই পন্যগুলির বাজার সৃষ্টি হয়েছে। সহমত
১০
250003
০২ আগস্ট ২০১৪ রাত ০১:১৭
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ সবার সচেতনতা বৃদ্ধিতে সহায়ক এই লেখার জন্য। ইনশাআল্লাহ চেষ্টা করব সাধ্যমত, শতভাগ না পারলেও যতটা সম্ভব ছেড়ে দেয়ার জন্য। আপনার দেয়া বিস্তারিত তথ্য এ ক্ষেত্রে অনুপ্রেরনা যোগাবে।
০২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৯
194365
সাফওয়ানা জেরিন লিখেছেন : সাথে থাকুন। Happy ধন্যবাদ
১১
250069
০২ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৭
হতভাগা লিখেছেন : 'অনেকে বলেন- ফেইসবুক টুইটার এসব ও ইহুদী পণ্য, মার্ক জুকার ইজারাইল ডিফেন্সের বন্ড কিনেছে।

কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যম ওদের আবিস্কার বলেই বর্জন করতে হবে, এই ব্যাপারে আমি সম্পূর্ণ দ্বিমত।''




০ চমতকার দ্বিমুখীতা ! এভাবে চললে / বললে লাভ হবে না । আপনি আচারি ধর্ম অপরকে শিখান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File