আমি তোমার প্রেয়সী ছিলাম

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ১৭ জুন, ২০১৪, ০৯:৩৮:৫৬ সকাল



আমি তো তোমার প্রেয়সী ছিলাম ,

অন্তরে বুনেছিলাম শুধুই তোমার প্রেমের চারা,

তা বলেই কি শাস্তি দিলে এমনি আনকোরা ?

আমিতো তোমার সেই প্রেয়সী ,

যার চোখের জলে নিভে যেতো তোমার আনন্দের সব দীপ।

কি করে নিভাও সেই তুমিই আমার জীবন প্রদীপ?

আমিতো তোমার প্রেয়সী ছিলাম,

সেই প্রেয়সী যার সুন্দর গালে ছড়াতে তুমি রক্তিম লাল,

তোমার জন্য কাটিয়েছি কতো দুঃসহ অপেক্ষার মহাকাল।

তোমার জন্য ছেড়েছি ঘর , ছেড়েছি বসত বাড়ি,

সেই তুমিই কেমন করে দিলে আমায় আড়ি!

সেই তুমিই কেমন করে ছুঁড়ো আমায় এসিড?

সেই আমার ভিডিও ছেঁড়ে কি করে ঘুমাও সুখের নিদ?

আমি তো তোমার জননী ছিলাম,

মমতায় তিল তিল করে গড়েছি দশ মাস দশ দিন ।

রক্ত ফোঁটার শেষ বিন্দু দিয়েও শোধ করতে কি পারবে আমার ঋণ?

আমি তোমার সেই জননী

যার শ্বাসে তোমার প্রতিটা শ্বাসের সীমা ছিল আঁটা ,

সেই তুমিই উপহার দিলে আমার শ্বাসনালী কাঁটা?

আমি তোমার সেই জননী,

রাত জেগে বাঁচিয়েছি তোমায় মমতার উত্তাপে,

জীবনের শেষ রাত এনে দিলে দা বটি আর চাপাতির কোপে!

যে তোমায় দেখাল এই পৃথিবীর আলো,

তারেই বুঝি পারলেনা বাসতে এতটুকু ভালো!

ভালোবাসার ফুল ফোঁটার দিন বুঝি হোল শেষ পৃথিবীতে

অবিশ্বাসের তুহিন গন্ধে ফণিনী চলে ছোবল দেওয়ার ভার নিতে

তবুও কি থেমে যাবে সব ভালোবাসার গান?

জননী বাসবে না ভালো দেহে পালিত নিস্পাপ প্রাণ?

কোন প্রেয়সী কি ভালবাসবেনা বিশ্বাসী কোন মানব

পৃথিবীর সব বিশ্বাসের বাগান কি এভাবেই তছনছ করবে অবিশ্বাসের দানব

তবু জেনো -

আমি তোমার প্রেয়সী ছিলাম,

যার গালে ছড়াতে তুমি রক্তিম লাল।

বিষয়: সাহিত্য

১৩৫২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235676
১৭ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
জোনাকি লিখেছেন : যার চোখের জলে নিভে যেতো তোমার আনন্দের সব দীপ।

কি করে নিভাও সেই তুমিই আমার জীবন প্রদীপ?
Thumbs Up
১৭ জুন ২০১৪ সকাল ১০:০৪
182185
সাফওয়ানা জেরিন লিখেছেন : :Thinking :Thinking ;Winking ;Winking
235717
১৭ জুন ২০১৪ দুপুর ১২:২৩
হতভাগা লিখেছেন :


খুবই মর্মষ্পর্শী কবিতা , চোখে পানি এসে গেল।
235718
১৭ জুন ২০১৪ দুপুর ১২:২৫
দুষ্টু পোলা লিখেছেন : জ্বি আপু, আমারই তো Love Struck Love Struck Love Struck Love Struck
235719
১৭ জুন ২০১৪ দুপুর ১২:২৬
দুষ্টু পোলা লিখেছেন : সাম্বুলা আপু, দিন কাল ভালো? Tongue Tongue
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৪১
182241
সাফওয়ানা জেরিন লিখেছেন : সুম্বুলা আবার কেডা? Tongue Tongue Tongue
235721
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৩৭
ছিঁচকে চোর লিখেছেন : খুব খুব সুন্দর লাগলো পড়ে। Love Struck
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৪২
182243
সাফওয়ানা জেরিন লিখেছেন : Happy Happy
235752
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৪৫
egypt12 লিখেছেন : নারীর সুন্দর মমতাময়ী রূপ আঁকলেন যে রুপের কাছে সভ্যতা ঋণী Rose
235767
১৭ জুন ২০১৪ দুপুর ০২:১২
সাফওয়ানা জেরিন লিখেছেন : ধন্যবাদ
236583
১৯ জুন ২০১৪ রাত ০৮:৪৭
বাজলবী লিখেছেন : হৃদয় স্পর্শী। পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File