ঘরের কাজে সাহায্য করা কি ছেলেদের জন্য মহাপাপ!

লিখেছেন লিখেছেন সাফওয়ানা জেরিন ২৭ মে, ২০১৪, ০১:৫৪:৫৭ দুপুর



একদিন হোজ্জা আর তার বউয়ের মাঝে ব্যাপক ঝগড়া হোল।

হোজ্জা রাগে বাসা থেকে বের হয়ে গেলেন। রাতে ফিরে রাগ ভুলে ২ জন একসাথে খেতে বসলেন। বউ সেদিন বুড়া কে শাস্তি দিতে আচ্ছা ঝাল দিয়েছেন তরকারিতে। কিন্তু বউ খাওয়ার সময় ভুলেই গেলো তরকারী যে ঝাল!

খেয়ে নিজেই কাঁদতে শুরু করলো। তখন হোজ্জা জানতে চাইলো- কাঁদছ কেন বউ?

বউ বলল- আমার মায়ের কথা ভেবে কাঁদছি!

তরকারিতে ঝাল যে ইচ্ছা করেই দেওয়া তা তো আর স্বীকার করা যাবে না।

একটু পর হোজ্জা ও কাঁদতে লাগলো!

বউ জানতে চাইলো সে কেন কাঁদছে। হোজ্জা বলল-

ভাবছি আমার শাশুড়ির কথা যে এমন বজ্জাত মেয়ে আমার ঘাড়ে রেখে গেছেন!

যা বলছিলাম, রান্নায় অতিরিক্ত ঝাল দিলে, শরীরের জন্য অতি উপকারি রসুন কাটতে কষ্ট হলে তা যদি মেয়েরা তরকারিতে না দেয়, না দেয় সিদ্ধ পানি, শাক যদি ঠিক মতো না ধোয়, ২ দিন পর পরই ছেলেদের হসপিটালে দৌড়াতে হবে । কিন্তু , মেয়েরা তা করেনা। সবার স্বাস্থ্য ভালো রাখার মহান দায়িত্ব নিজের ইচ্ছায় পালন করেন, বিনা প্রশংসায়, বিনা পারিশ্রমিকে।

আবার কেউ কেউ রান্নার ছবিতে কালো কালো তেলাপোকা ও দেখতে পান। আরে ভাই, তেলাপোকা যদি বেটে রান্নায় কেউ দিয়ে দেয় বুঝার উপায় আছে? যদি দিয়ে দেয় ময়লা পানি ও? তাও খেয়ে তৃপ্তির ঢেকুর তো ঠিক ই তুলবেন!

কিন্তু আপনার মা বোন কিংবা বউ কখনোই সেটা করবে না। করলে করবে আপনাদের স্বজাতিরা, যারা হোটেল এ রান্না করে। আপনার মা বোন আপনার কথা ভাবে, আর আপনাকে ভালোবেসেই রান্না করে।

অনেক ছেলেই ভাবেন , রান্না করাটা মেয়েদের একদম ফরজ দায়িত্ব!

সৃষ্টিগত ভাবে এটা অস্বীকার করছি না। কিন্তু , ছেলে বলেই সে ঘরের কোন কাজ করতে পারবে না, রাঁধতে পারবে না, কাপড় গুছাতে পারবে না, এই ধারনা টা একদম আদিম যুগীয় ধারনা বলেই মনে হয় আমার কাছে।

আমরা যখন সারাদিন পড়া লিখা করতাম, আবার নিজেদের কাপড় গুছিয়ে রাখা, ঘরটা গুছিয়ে রাখা, আম্মুকে সাহায্য করা, আবার মাঝে মাঝে বাসায় কেউ না থাকলে কিছু আনতে বাহিরে যাওয়ার কাজটা ও করেছি।

কিন্তু আমার ছোট ভাই, যার ঠিক আমার মতোই ২ টা হাত, ২ টা পা, ২ টা চোখ , একটা মাথা আছে, সে নিজে স্কুল থেকে এসে ড্রেসটা মাটিতে ফেলে দিতো, আবার সপ্তাহে একদিন তাহার সমস্ত ফ্যাশন এক্সেসরিস ধুয়ে সেসব গুছানোর কথা বললে ও লাভ হতো না। বলতো- আমার জিনিষ আমি গুছাব না, তোমাদের কি!

কিন্তু , বাসায় একটা রুম আওলা ঝাউলা থাকলে মেহমান এসে আমাদের লজ্জা দিবে, এই ভয়ে নিজেরাই গুছিয়ে ফেলতাম।

আবার আম্মুর কাছে বিচার দিলে আম্মু বলতো- ছেলেরা এসব করে ন!

আচ্ছা!

ছেলেরা এসব করে না তো করে টা কি?

সারাদিন মোবাইল তো ঠিকই টিপতে পারে, ফাও ফাও এলাকায় ঘুরে বেড়াতে পারে, আয়েশ করে খেলা ও দেখতে পারে, আবার এক্সট্রা একটা কাজ করতে বললে ভাব ও দেখাতে পারে!

খালি পারে না কি?

নিজের জন্য ডিম টা ভেজে খেতে! পারে না শুধু নিজের ঘরটা গুছিয়ে রাখতে!

কারন?

কারন , ছোট বেলা থেকেই শিখেছে যে ওটা মেয়েদের কাজ ! ওটা করা যাবে না

একদম রান্নার ব্যাপারটা ও ঠিক তেমন। কয়দিন আগে বছর খানেক পরে একটা রান্নার পিক দিয়েছিলাম। তাতে অনেকের কমেন্ট পড়ে খুব অবাক হয়েছিলাম। ছেলেরা এমন কেন!

ঠিক আছে! আপনারা চাকরি করবেন , আপানারা টাকা কামাবেন! আপনাদের পার্ট সব সময় ই বেশী বেশী থাকবে। কিন্তু তাই বলে কোন কাজ শিখা যাবে না, বা করলে পাপ হবে এটা আবার কেমন ধারনা?

কোনদিন এক ঘণ্টা চুলার সামনে দাড়িয়ে দেখেছেন কতো মজা লাগে? অফিসে এসিতে বসে ও যেই আপনারা গরমে সিদ্ধ হয়ে যান, একবার কি ভাবেন সেই সময়টা গৃহিণী কি দাবদাহে রান্না ঘরে চুলা গুতাচ্ছে?

একটা তরকারী, যার রাসায়নিক বিক্রিয়া হতে সময় লাগবে, কিংবা চুলায় হয়তো ডিজিটাল সরকারের গ্যাস নেই, কতো টা ধৈর্য থাকলে সেই আধা নিভু চুলার পানে চেয়ে থাকা যায় একবার ভাবেন কি?

কিংবা, যেদিন গৃহিণী জ্বর শরীরে, অসুস্থ অবস্থায় নিজের খাওয়াটা খেতে পারছেন না, তারপরও আপনার খাবারের ব্যবস্থা করছেন, একবার ভেবেছেন কতোটা মমতা থাকলে এটা করা যায়!

আমরা কেউ কেউ আবার খাবার মুখে নিয়েই মন্তব্য করে ফেলি , আজকের রান্নায় লবন হয়নি! চিনি বেশী হয়েছে! আবার কেউ কেউ স্বামীর চিল্লাচিল্লির ভয়ে রোজা মুখে ও লবন চেক করেন। যদি স্বামী রাগ হওন!

আমাদের এক স্যারের বউ বছরের ৬ মাস বাপের বাড়ি থাকতেন। রান্না আর কয়দিনের করে দেওয়া যায়! তাই, স্যার নিজেই রান্নার কাজটা শিখে নেন।

তিনি বলতেন- শোন! এতো কষ্ট করে যে মা রান্না করে, তার একটু উনিশ বিশ হলেই তো তোরা দোষ ধরিস! ভাত জাও হলে মুখে দিস না!

কোনদিন কি একবার থ্যানক্স দিসিস! এই বিনা পয়সার পরিশ্রমের জন্য?

আসলেই! আমি জানি রান্না করতে কতো কষ্ট। তাই, কোনদিন কোন রান্না খারাপ হলেও ভালো বলার চেষ্টা করি। মনের দুয়া টাই তো আসল তাই না?

কথায় কথায় ইসলাম ইসলাম করেন। রাসুল (সা) কি রান্নায় দোষ ধরতেন? জানেন সেই সুন্নত?

আবার কেউ কেউ সারাদিন পর এসে বউকে ঝাড়েন- সারাদিন কি করছ বাসায়! খালি খাও দাও আর ঘুমাও!

জী ভাই , আপনাকেই বলছি! যতদিন রান্না না শিখবেন, ততদিন আসলেই বুঝবেন না সারাদিন বউ বাসায় কি কষ্ট করে আর কি কাজ করে!

এই রান্নাই হোটেল এ যেয়ে খান! কষ্টের দাম কড়ায় গণ্ডায় আদায় করা হবে

আর মেয়েরা তো বিনা পয়সায় শ্রম দেয় তাই তাদের নিয়ে হাসি ঠাট্টা করা এতো সোজা! রান্নার দোষ ধরা ও সোজা!

একটা বাবুর্চি রেখেই দেখেন কেমন মজা লাগে!।খুব শীঘ্রই হয়তো আমার নাম পুরুষ বিদ্বেষীদের তালিকায় লেখা হবে। যদিও কোন বিশেষ সম্প্রদায়ের উপর আমার কোন বিদ্বেষ নাই।

আর অবশ্যই অনেক ছেলে ও অনেক ভালো রান্না করেন, না করতে পারলেও কষ্ট গুলো বুঝেন , অনেক ভালো তাদের মানসিকতা। যারা এই লিখার উপরে। কিন্তু যারা এখনো এমন ভাবেন, তারা সাবধান হয়ে গেলে ভবিষ্যতে সুখে থাকবেন। কাউকে সম্মান করতে টাকার দরকার হয়না। সম্মান মন থেকে আসে।

বিষয়: বিবিধ

৪৫৭০ বার পঠিত, ১১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226951
২৭ মে ২০১৪ দুপুর ০২:০০
নিউজ ওয়াচ লিখেছেন : পাপ না। তয় বৌ করাই বেটার Drooling Drooling Drooling
২৭ মে ২০১৪ দুপুর ০২:০৩
173836
নিউজ ওয়াচ লিখেছেন : ছবিটা ভালোAngel Angel
226952
২৭ মে ২০১৪ দুপুর ০২:০৪
সাফওয়ানা জেরিন লিখেছেন : ও তাই নাকি! যুক্তি?
226953
২৭ মে ২০১৪ দুপুর ০২:০৪
দুষ্টু পোলা লিখেছেন : বৌয়ের হাতের কাজে মজাই আলাদা Love Struck Music Music
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
173962
সাফওয়ানা জেরিন লিখেছেন : Crying Crying Crying
226955
২৭ মে ২০১৪ দুপুর ০২:০৯
নোমান২৯ লিখেছেন :







রান্নাটা শিখে ফেলতে দেখছি !
ভালো লাগল ।শেষের কথাগুলো -
খুব শীঘ্রই হয়তো আমার নাম পুরুষ বিদ্বেষীদের তালিকায় লেখা হবে। যদিও কোন বিশেষ সম্প্রদায়ের উপর আমার কোন বিদ্বেষ নাই।

আর অবশ্যই অনেক ছেলে ও অনেক ভালো রান্না করেন, না করতে পারলেও কষ্ট গুলো বুঝেন , অনেক ভালো তাদের মানসিকতা। যারা এই লিখার উপরে। কিন্তু যারা এখনো এমন ভাবেন, তারা সাবধান হয়ে গেলে ভবিষ্যতে সুখে থাকবেন। কাউকে সম্মান করতে টাকার দরকার হয়না। সম্মান মন থেকে আসে।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
173963
সাফওয়ানা জেরিন লিখেছেন : এই বিদ্যা বিফলে যাবার নয় ভ্রাতা
226957
২৭ মে ২০১৪ দুপুর ০২:১৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমি দোষ দেখিনা। বউয়ের ব্যস্ততা থাকলে আর আমি ফ্রী থাকলে মাঝে মাঝে বউরে রান্না করেও খাওয়াই।

তবে কিছু কথা আছে ভগিনী। কিছু ব্যতিক্রম বাদে অন্তত ইসলামিস্টরা নারীদের সম্মান করে, তারা নারীবিদ্বেষী নন। তবে বেশিরভাগ নারী এমনকি ইসলামিস্ট নারীরাও পুরুষবিদ্বেষী(আরেকটু সফট শব্দ খুঁজছিলাম, কিন্তু এ মুহুর্তে মনে পড়ছেনা।)
আরেকটু ব্যাখ্যা করি- নারীর অধিকার, কর্তব্য, মর্যাদা, নারী নির্যাতন এসব নিয়ে অনেক পুরুষও লেখালেখি করেন, প্রতিবাদে সোচ্চার হন।
কিন্তু এমন আমার কখনো চোখে পড়েনি যে, কোন নারী পুরুষের সমস্যা, পুরুষ নির্যাতন নিয়ে লিখেন বা প্রতিবাদ করেন। বড় জোর নিজের ঘরের পুরুষের ঢোল বাজান কিন্তু সামষ্টিকভাবে কিছু করেননা তাঁরা।

পুরুষরা কি এক্ষেত্রে চরম বৈষম্যের শিকার নন?
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২১
173964
সাফওয়ানা জেরিন লিখেছেন : পুরুষদের নিয়েও লিখি ভাই। তবে, এই বঙ্গে নারীরা একটু বেশী নির্যাতিত কিনা!
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২১
173965
সাফওয়ানা জেরিন লিখেছেন : পুরুষদের নিয়েও লিখি ভাই। তবে, এই বঙ্গে নারীরা একটু বেশী নির্যাতিত কিনা!
২৮ মে ২০১৪ সকাল ১১:২৬
174192
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভুল। নারীদের নির্যাতনের বিষয়গুলো প্রকাশ পায়। নারীরা প্রকাশ করে। বিপরীতে পুরুষরা দাঁতে দাঁত চেপে হজম করে বলে পুরুষ নির্যাতন এর ঘটনা প্রকাশ পায়না। প্রকৃতপক্ষে পুরুষ নির্যাতন বেশি হয়। ভদ্র পুরুষরা বেশি শিকার হন নির্যাতনের।
226959
২৭ মে ২০১৪ দুপুর ০২:৩১
হতভাগা লিখেছেন : ঘরের বাইরে কাজও করবে স্বামী , আবার তাকে দিয়ে ঘরের কাজও করার ধান্ধা করবেন ।

সবকিছু স্বামীর উপর চাপিয়ে দিয়ে , স্বামীরটা খেয়ে , স্বামীরটা পড়ে, আবার স্বামীর উপর ফাঁপড়বাজি করে কি আরামসে চলার মতলব আটছেন ?

বসে বসে খাবার দিন শেষ আপু। বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় ।

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা , আর মেয়েরা/স্ত্রীরা একটু সুযোগ পেলেই বা জোট পাকালেই পরছিদ্রন্বেষন করা শুরু করে দেয় । যা সমাজের ক্ষতি ছাড়া লাভ করে না ।
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৪০
173852
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার শেষের প্যারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তব। Good Luck Good Luck
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
173967
সাফওয়ানা জেরিন লিখেছেন : অলস মস্তিষ্ক শয়তানের কারখানা । সেটা ছেলে মেয়ে সবারই হতে পারে। সো সবারই বিজি থাকা উচিৎ। তাই না?<:-P
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
173988
হতভাগা লিখেছেন : জ্বী , সবারই বিজি থাকা উচিত , যার যার কর্মক্ষেত্রে ।
২৭ মে ২০১৪ রাত ০৮:১৭
174002
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরিকল্পনা চুড়ান্ত পর্যায়ে আছে। কিছুদিনের মধ্যেই সবুজের খিচুড়ি উইথ গরু ভুনা দেখতে পাবেন। ব্লগারদের জন্য বিশেষ ডিসকাউন্ট সহকারে।
226961
২৭ মে ২০১৪ দুপুর ০২:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছু বলবনা!!
অনেকেই আমাকে নারি বিদ্বেষি খেতাব দিয়ে দিয়েছেন এরই মধ্যে।
তবে আমি কিন্তু আমার বেী এর থেকে ভাল রান্না করতে পারি। বিশেষ করে গরুর গোস্ত আর খিচুড়ি।
২৭ মে ২০১৪ দুপুর ০২:৪৫
173842
প্রেসিডেন্ট লিখেছেন : Love Struck Love Struck Love Struck Applause Applause Applause Applause
২৭ মে ২০১৪ বিকাল ০৪:০১
173867
হতভাগা লিখেছেন : 'তবে আমি কিন্তু আমার বেী এর থেকে ভাল রান্না করতে পারি। বিশেষ করে গরুর গোস্ত আর খিচুড়ি। ''

০ আপনি রান্নার দোকান খুলে বসেন । বছর খানেকের মধ্যে ফখরুদ্দিনের ব্যবসা লাটে উঠবে আপনি মাঠে নামলে।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
173969
সাফওয়ানা জেরিন লিখেছেন : অনেক ছেলেই ভালো রান্না করতে পারে। আর রান্না করার কষ্ট ও বুঝে
২৭ মে ২০১৪ রাত ০৯:৫৫
174043
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি রান্না একদম পারি না। ভাবতেছি বিয়ের পর বউকে মুড়ি ভেজে খাওয়াবোLove Struck Love Struck Big Grin Big Grin
226963
২৭ মে ২০১৪ দুপুর ০২:৫৪
চোরাবালি লিখেছেন : উচিত কথায় জগড়া বিবাদের সম্ববনা তাই না বলাই ভাল।
সংসারের কি শুধু্ই ছেলেদের?
ছেলেরা তো বলে না সমপরিমাণ টাকা দাও সংসারে।
২৭ মে ২০১৪ বিকাল ০৪:০৪
173872
হতভাগা লিখেছেন : যখন কক্সবাজার বা এরকম কোথাও বেড়াতে যাবার কথা চলতে থাকে তখন স্ত্রীদের সে কি উচ্ছাস !

যদি বলা হয় যে, এই সফরের সব খরচ তুমিই বহন করবে - তখন কি উনাদের উচ্ছাস আগের মতই থাকবে ?
২৭ মে ২০১৪ বিকাল ০৪:২৬
173891
চোরাবালি লিখেছেন : মেয়েরা শুধু পেতা চায় আর ভাবে নিজেদেরকে অতিথি। আমার দাদি ভাবতেন আমার দাদার অতিথি উনি আর মা ভাবেন বাবার অতিথি আর আমার বউ ভাবে আমার অতিথি। কথাবার্তায় মনে হয় সবই যেন নিজের অন্যের জন্য নিজেরা হল ফাউ
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৩১
173898
হতভাগা লিখেছেন : এসব ফাউ চাওয়া ,পাওয়া ,খাওয়া সেই প্রেম করার শুরু থেকেই , এর শেষ হয় না ।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
173968
সাফওয়ানা জেরিন লিখেছেন : সংসার কি শুধুই মেয়েদের? কই! টাকা ছাড়া কাজের টাকার মূল্যমান তো ছেলেরা কখনোই নির্ধারণ করে না? ওরা টাকা পায় দেখেই ওদেরটা কাজ? আর বাকি সব আকাজ? Smug
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
173993
হতভাগা লিখেছেন : তার সারা জীবনের ভরনপোষনের দায়দায়িত্ব নিয়ে নিয়েছে সে । এরকম কি দুনিয়ার আর কেউ করে ? বাবা মা তো ২০-২২ বছর টেনে আনলো , বিয়ের পর বাকীটা জীবন তো স্বামীকেই টানতে হয় ।

এসবের মূল্য কি কোনভাবেই নির্ধারন করা যায় ? এসবের মূল্য কি শুধু রান্না দিয়েই চুকানো সম্ভব ?
226964
২৭ মে ২০১৪ দুপুর ০২:৫৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
173971
সাফওয়ানা জেরিন লিখেছেন : Happy
১০
226979
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৩২
গোলাম মাওলা লিখেছেন : প্রথমেই ধন্যবাদ সাফওয়ানা জেরিন। আমি মনে করি ঘরে সময় পেলে অবশ্যই সাহায্য করা। আমি মনে করি অন্তত ছুটির দিন বউকে ছুটি দেওয়া রান্নাঘর হতে, অন্তত সেদিন বউকে কিছু রান্না করে তো খাওয়ানো উচিত। কারণ প্রতিদিন যে মানুষটা আমাকে রান্না করে খাওয়াচ্ছে এটা ভাবলেই তার প্রতি কৃতঞ চলে আসা উচিত।
যদিও আমার বউ নাই। তবে আমি মনে কেরি এটিই ঠিক।
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
173972
সাফওয়ানা জেরিন লিখেছেন : যাক, সব ভাইদের মনোভাব আদিম যুগের না । জেনে খুশী হলাম
২৭ মে ২০১৪ রাত ০৮:২২
174009
হতভাগা লিখেছেন : কি আপু , মাওলা ভাইরে সেই রকম একটা ডায়লগ ঝাড়ছিলাম , মুইছা দিলেন , না ?

কিছু কিছু ভাই আছেন স্ত্রৈন মানসিকতার , এটা দেখলাম ।
২৮ মে ২০১৪ রাত ০২:১৮
174099
গোলাম মাওলা লিখেছেন : হতভাগাতে দেশ ভরেযাচ্ছে কি যে উপায় । হা হা হা
২৮ মে ২০১৪ দুপুর ০২:০০
174280
হতভাগা লিখেছেন : নারে ভাই , স্ত্রৈনতে দেশটা ভরে গেছে । ২ যুগ ধরে।
১১
226983
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৩৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব সুন্দর করেই বলেছেন। Rose Rose Good Luck Good Luck Rose Rose অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। আমি বউকে যথাসাধ্য প্রত্যেক কাজে সহযোগিতা করবো ইনশাআল্লাহ্। আগে দোয়া করেন .... কেউ যেন বউ বনে আসে আমার জীবনে Winking Love Struck
১২
226986
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৪৮
আবদুল আলিম লিখেছেন : কিছু না বলাই ভালো...
১৩
226989
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৫৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমার ইচ্ছে বিয়ের পর মাঝে মাঝে ছুটির দিনগুলোতে আমরা দুজনে মিলে রান্নাবান্না করবো আর রোমান্সের সহিত মজা করে তা ভক্ষণ করবো। Love Struck Love Struckআল্লাহ তুমি আমার দুয়া কবুল করো। আমিন Praying Praying
১৪
226990
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৫৬
প্রেসিডেন্ট লিখেছেন : পোস্ট দিয়ে কৈ গেলেনগো ভগিনী। Thinking? Thinking? Thinking?

হোজ্জার চুটকি বলি তাহলে একটা।

অনেকদিন ভাল মন্দ খাওয়া হয়না হোজ্জার। একদিন বাজার হতে ভাল দেখে এককেজি গরুর গোশত এনে গিন্নীকে রাঁধতে বললেন। গিন্নী রান্না শেষে চেখে দেখেন অনেক মজা হয়েছে। এত মজা হয়েছে যে, গিন্নী চাখতে চাখতে সবটুকু খেয়ে সাবাড়। হোজ্জা কাজ শেষে ঘরে খেতে আসলেন। হাঁক ছাড়লেন, ‍‍‌কইগো গিন্নী? খাবার দাও জলদি।
গিন্নী তাঁকে খেতে দিলেন, আলু ভর্তা আর ডিমভাজি।
গরুর গোশত কই?- হোজ্জার প্রশ্ন।
তোমার বিড়ালে খেয়ে ফেলেছে।- গিন্নীর জবাব।

বিড়ালটি পাশেই ছিল। হোজ্জা খপ করে ধরলেন। মেপে দেখেন-বরাবর এক কেজি।

‍ এটা যদি আমার বিড়াল হয় তাহলে আমার এক কেজি গোশত কোথায়? আর এটাই যদি এক কেজি গোশত হয় তাহলে আমার বিড়াল কোথায়?- হোজ্জার এমনতরো প্রশ্নে ধরা পড়ে গেলেন গিন্নী।
২৭ মে ২০১৪ রাত ০৯:৪৯
174041
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ মে ২০১৪ সকাল ১০:৪০
174172
মোহাম্মদ লোকমান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ মে ২০১৪ রাত ১১:২৪
174504
সাফওয়ানা জেরিন লিখেছেন : কিসের মধ্যে কি! পান্তা ভাতে ঘিRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫
226993
২৭ মে ২০১৪ দুপুর ০৩:৫৮
আতিক খান লিখেছেন : রূঢ় সত্য হলেও ভাল লাগলো। তবে এই বিষয়টা পুরোই আপেক্ষিক। একেক সংসারে একেক রকম। পরস্পরের বোঝাপড়া আর কাজ ভাগ করে নেয়াই আসল। ধন্যবাদ।
১৬
226995
২৭ মে ২০১৪ বিকাল ০৪:০১
আলোকর্বর্তিকা লিখেছেন : ফাও পেঁচাল না করে বউকে বলেন চাকুরী করতে আর আপনি ঘরে বসে রান্না করেন। অফিসে একজন পুরুষ যে কাজ করতে পারে তিনজন মেয়ে ও তা করতে পানে না।
২৭ মে ২০১৪ বিকাল ০৪:২৭
173894
চোরাবালি লিখেছেন : ১০০% সত্য কথা।
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৪০
173906
হতভাগা লিখেছেন : এখন তো তারা নিজেরা রান্না করে না , কাজের লোক দিয়ে করায় । তাও আবার স্বামীই সেই বুয়ার বেতন দেয় । কৈয়ের তেলে কৈ ভাজা আর কি !

মহিয়সীর এত সময় কোথায় রান্না করার ! পাছে উনার সিরিয়াল যদি মিস হয়ে যায় !

''অফিসে একজন পুরুষ যে কাজ করতে পারে তিনজন মেয়ে ও তা করতে পানে না। ''

০ অথচ বেতন কিন্তু পুরুষের সমানই নেয় ।

আবার তাদের বিভিন্ন অজুহাতও খুব সহজেই একসেপটেড হয় মহিলা বলে , যেটা পুরুষের বেলায় কখনই হয় না ।

দূরে , দূর্গম অন্চলে পোস্টিংয়ে পাঠান । বাচ্চা-স্বামীর , শশুড়-শাশুড়ির ( Rolling on the Floor) অজুহাত আসবে । পুরুষের সেই সুযোগ নেই।

কিন্তু উনারাই দাবী করেন যে উনারা পুরুষের সমান বা কোন কোন ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশী দক্ষতা দেখান ।

১৭
227016
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৪০
ফাতিমা মারিয়াম লিখেছেন : সব পুরূষদেরই উচিৎ ঘরের কাজে বউকে সাহায্য করা। শুধু রান্নাই নয়; বরং ঘর গোছানোর কাজে, বাচ্চাদের পড়ালেখার বিষয়ে এবং আরও অন্যান্য কাজে কিছুটা সহযোগিতা পেলে সব মেয়েই খুশি হয়।

২৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
173912
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সবি যখন ছেলেরাই করবেন বাচ্চাটাও না হয় ছেলেরাই ...... কি বলেন। Big Grin Big Grin Big Grin
আর আপনারা শুধু আরাম কেদারায় বসে দু পা নাচাবেন আপু।
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৫০
173915
প্রেসিডেন্ট লিখেছেন : কিছুটা একমত, আবার দ্বিমতও আছে।

অনেক পুরুষই নিজের সংসারের কাজ মনে করে এসব স্বাচ্ছন্দ্যে করার চেষ্টা করেন। বউকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। কিন্তু বর্তমানের বেশিরভাগ নারীকূল এর মাঝে এ নিয়ে প্লিজড হওয়ার উদারতা নেই। ভাবটা এমন- সংসারের কাজ সে করছে, এ নিয়ে প্লিজড হওয়ার কি আছে। ধন্যবাদ দিলে, খুশি হওয়ার ভান করলে পাছে স্বামী নিজের কাজ মনে না করে শুধু আমার কাজ মনে করে!
আর স্বামীরা স্ত্রীদের কাজে যতটা সহায়তা করে স্ত্রীরা কি ততটা করে?

ব্যতিক্রম অবশ্যই আছে। আমাকে আবার নারীবিদ্বেষী আখ্যা দিবেননা। ব্যক্তিগতভাবে আমি বউকে খুব হেল্প করি। বউয়ের উচ্চশিক্ষাটাও আমার পয়সায়, তাও আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে অবশ্য আমার অভিযোগ নেই।

২৭ মে ২০১৪ বিকাল ০৪:৫২
173917
প্রেসিডেন্ট লিখেছেন : আর একটু শালীন ভাষায়ও সমালোচনা করা যায়, মি হারিয়ে যাব তোমার মাঝে। খোঁচা মারা কথা কি খুব জরুরী?
২৭ মে ২০১৪ বিকাল ০৫:০৭
173924
ছিঁচকে চোর লিখেছেন : হারিয়ে যাবো তোমার মাঝে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ মে ২০১৪ বিকাল ০৫:৫৭
173958
আলোকর্বর্তিকা লিখেছেন : বলেন বউকে সোপিচ হিসাবে সোকেচে রেখে দিতে!!!
১৮
227027
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ, আমি দোষ দেখিনা। বউয়ের ব্যস্ততা থাকলে আর স্বামী ফ্রি থাকলে মাঝে মাঝে বউরে রান্না রান্নার কাজে সহযোগিতা করা ভাল।
১৯
227028
২৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
ছিঁচকে চোর লিখেছেন : অফিস থেকে এসে বউকে ডেকে স্যুট আর টাইটা খুলে নেয়াতে যে কত্তো মজা সেটা না করলে বোঝা যাবে না। Love Struck Love Struck
২০
227054
২৭ মে ২০১৪ বিকাল ০৫:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বউ এখনো পাইনি ,,যখন বউ আসবে আমার ঘরে আমা থাকে সব সময় সাহায্য করব । অনেক ধন্যবাদ
২৭ মে ২০১৪ রাত ০৯:০৩
174017
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Big Hug Big Hug Big Hug
২৭ মে ২০১৪ রাত ০৯:২৬
174028
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
২১
227058
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
সান বাংলা লিখেছেন : আপনি যা উপস্থাপন করতে চেয়েছেন সব কিছু-ই ঠিক আছে কয়েকটা খোঁচা দেয়া ছাড়া।যেমন তিনজন লোক মারা গেলেও সংবাদ পাঠে বলা হয় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন সষ্ঠু হয়েছে।
২২
227064
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
দিগন্তে হাওয়া লিখেছেন : ছেলেরা রান্না করতে পারেনা এই ধারনা কি সঠিক Surprised
২৩
227078
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
বিন হারুন লিখেছেন : আমি আলু-পটল জোগাড় করতে হিমশিম খাচ্ছি, বউয়ের সাথে রান্না করার সময় পাব কোথায়? যাক তারপরও দেখি বউয়ের সাথে কিছু করতে পারি কি না.
২৪
227087
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
শাহ আলম বাদশা লিখেছেন : ১০০% সহমত এবং এটা নারীরই কাজ তা কোথাও লেখা নেই ঠিকই। পুরুষ পরিবারের নিজের বাপ-মাসহ আত্মীয়, শ্বশুরপক্ষের আত্মীয় ছাড়াও অনেকের দায়িত্বপালন করতে গিতে গলদ্গঘর্ম হয় বলেই হয়তো নারীর রান্নার প্রথাটা স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে।

তাই বলে প্রয়োজনে তা করবে না বা করা যাবেনা--এটার যুক্তিও নেই। মানবিক কারণেও পুরুষকে রান্নাছাড়াও ঘরের অনেক কাজ কএরতে হয়। যাদের মানসিকতা এমন--তারা প্রিয়তম স্ত্রী-সন্তানদের জন্যও কখনো রাধতে চাইবেনা--তারা অসুখে মরে গেলেও।

ইসলাম এটাকে সমর্থন করেনা। এককথায় চমৎকার!!
২৫
227094
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
ভিশু লিখেছেন : আমি ভালো করে পরোটা ভাজতে পারি, প্রায় সবগুলোই ফুলে উঠে... Angel কিন্তু বেলতে পারিনাহ... Sad
স্টিকি পোস্টে অভিনন্দন... Star Rose
রেগুলার হতে দেখে কি যে ভাল্লাগছে... Happy Good Luck
২৬
227095
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
স্বপ্নীল৫৬ লিখেছেন : ধন্যবাদ
২৭
227098
২৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
চিরবিদ্রোহী লিখেছেন : আমি কিন্তু খুব ভালো রান্না পারি, তাও আবার কয়েক দেশের কয়েক প্রকারের। সো....বউ এটলিস্ট রান্না না করার ভয় দেখাতে পারবে না। Smug Smug Smug Smug
আর ঘরের কাজও খুব ভালো পারি, সো নো বউ....নো টেনশন।

Ok, Jokes apart. পুরোপুরি সহমত প্রকাশ ছাড়া উপায় নেই। কুরআনে আল্লাহ বলেছেন, ‍"তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ" (২:২৮৭)। সুতরাং, একত্রে মিলে মিশে সব দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিলে সেটারও একটা আলাদা তৃপ্তি থাকবে। আর দুটি পাতিল পাশাপাশি থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই, কিন্তু এই একটু ঠোকাঠুকি কিন্তু সম্পর্ককে আরো মধুর করে তোলে।

ভালো লাগলো। অনেক ধন্যবাদ Thumbs Up Thumbs Up Thumbs Up


২৮
227114
২৭ মে ২০১৪ রাত ০৮:০৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সবাইকে দিয়ে সব কিছু হয় না । আমি ঘরের কাজ একটুও করি না । তাই নিয়ে অভিযোগের অন্ত নাই, তারপরও আমাকে দিয়ে হয় না । যদিও জানি এই স্বভাবটা ঠিক না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করা সুন্নত কারন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম উনার বিবি রাজিয়াল্লাহু তালা আনহাদের ঘরের কাজে সাহায্য করতেন । কিন্তু আমি পারিনা । তাই আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি অতি পুরুষ । যখন করি না তখন আর কি করব মুখ বুজে তাই শুনি ।
তবে একটা কথা সত্য উনি ছাড়া অন্য কেউ আমার কাজ করে তাও আমি পছন্দ করি না ।
২৯
227115
২৭ মে ২০১৪ রাত ০৮:০৭
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : আমাদের পাশের ফ্ল্যাটে এক আন্টি থাকেন। আন্টি আর আংকেলের মাঝে আবার ভীষণ মিল। যখন রান্নার সময় হয় তখন দেখি প্রায় সময়ই আন্টি সিয়ামকে পড়াচ্ছেন নয়তো টিভিতে সিরিয়াল দেখছেন। অল্প সময়ই তাকে দেখি কিচেনে। আংকেল পেয়াজ কাটা থেকে শুরু করে সব কাজ তিনি-ই করেন। আমরা যারা পড়শি আছি আমরাতো অবাক হয়ে আছি সেই কবে থেকে তাদের এরকম কান্ড দেখে! হা হা হা! আংকেল নাকি ৭ বছর ম্যাচে কাটিয়েছেন। নিজ হাতে রান্না বান্না করেছেন।কারণ তাদের ম্যাচে কোনো আয়া ছিলোনা। নিজেদের খাবার নিজেদেরই তৈরী করতে হতো।
২৭ মে ২০১৪ রাত ০৯:০৭
174020
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "টিভিতে সিরিয়াল" Surprised Surprised সিরিয়াল কেও ঘৃণা করি, সিরিয়ালী মেয়ে/বউ কেও ঘৃণা করি। আর যারা বউদের সিরিয়াল দেখার সুযোগ করে দেয় তাদেরকেও।Frustrated Frustrated
৩০
227127
২৭ মে ২০১৪ রাত ০৮:১৯
অরুণোদয় লিখেছেন : পোস্টছি ভালো লাগল। আমার বাবা আমার মাকে সব সময় সাহায্য করেন। আমার মা-ও বেশ পরিশ্রমী। আমাদের যখন টিউবয়েল ছিল, তখন আমার বাবা গোসল শেষে মায়ের জন্য বালতিতে পানি তুলে রাখতেন।
মায়ের শরীরটা কিছুটা দুর্বল। তাই আমাদের কাপড় ধোয়ার কাজটাও বাবা করতেন। আমার মায়ের বয়স ৫০ বাবার ৬০।

আমার বাবা-মায়ের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি। তারা এখনো বাড়ির কাজে একে অন্যকে সাহায্য করেন।
৩১
227130
২৭ মে ২০১৪ রাত ০৮:২২
আহ জীবন লিখেছেন : স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য। প্রয়োজনে দুজনকেই দুজন কে দেখতে হবে। স্বেচ্ছাচারিতা বাদ দিতে হবে। ভালবাসতে হবে। দুজন দুজন কে বুজলে আপনার বলা এসব সমস্যা সামনে আসবেনা। সম্পর্কের হিসাব নিকাস না করাই ভাল যদি শুধুই দিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করতে জানেন।

সম্পর্কের যত্ন নেওয়া উচিৎ।
৩২
227145
২৭ মে ২০১৪ রাত ০৯:০১
চেয়ারম্যান লিখেছেন : মদু জগ্রা লাগাই দিছে
৩৩
227148
২৭ মে ২০১৪ রাত ০৯:০৭
সত্য কন্ঠ লিখেছেন : দেখছেন নারী বলিয়াই কিন্তু মডুরা আপনার পোষ্ট স্টিকি করেছে। ভাবছি একখান একাউন্ট করুম মেয়েলি নাম দিয়ে।
১১ জুন ২০১৪ দুপুর ০১:৩৯
180299
সাফওয়ানা জেরিন লিখেছেন : আসলে কি ব্যাপারটা তাই? আমার এতদিন পরীক্ষা ছিল। আর ব্লগে আমার আইডি অনেক আগে খোলা হলেও হারিয়ে গিয়েছিলো। আমি ব্লগে কোন পুরাতন বা জনপ্রিয় লেখক নই। কিন্তু, অপ্রত্যাশিতভাবে টুডেতে আমার আগমন শুভ। এটাতে লিঙ্গ বৈষম্যের সুযোগ নেই। আর যদি করে ও থাকেন, ব্যাপারটা এমন হবে যে- নারী দেখে আমাকে অপমানিত করছেন, বা আমার মেধাকে খাটো করছেন। যদিও লেখকের নারী পুরুষ হওয়াতে নয়, নিজের লেখায় অস্তিত্ব বিদ্যমান থাকে! আজব লাগে মানসিকতা দেখলে!
৩৪
227149
২৭ মে ২০১৪ রাত ০৯:১০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মডু-মামীরা এখন থেকে মডারেশ্যনের দায়িত্বে আছেন Give Up মেয়েদের পক্ষনিয়ে কিংবা ছেলেদের হালকা সাইজ করে পোস্ট দিলেই নিশ্চিত স্টিকি Chatterbox Chatterbox তাই আপুদেরকে আহ্বান করছি ...... কয়েক লাইনের পোস্ট হলেও সমস্যা নাই, হাতে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। Unlucky Unlucky
২৮ মে ২০১৪ রাত ০১:১৩
174096
চেয়ারম্যান লিখেছেন : কপালে বউ জুটবে না। Tongue
২৮ মে ২০১৪ সকাল ০৭:২১
174120
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : চেয়ারম্যান সাব.... এরম বদ্দুয়া করে দিলেন Crying Worried Crying Worried Frustrated Frustrated
১১ জুন ২০১৪ দুপুর ০১:৪১
180302
সাফওয়ানা জেরিন লিখেছেন : আপনারা চান শুধু ছেলেদের লেখাই স্তিকি হোক! অক্কে! মডুদের অনুরধ! আমার পোস্ট আর সটীক কইরেন না! কেউ পড়ার হলে এমনি ই পড়বে!
১১ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
180464
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @সাফওয়ানা জেরিন - রাগ কইরেন্না আপুজ্বী, আমরাতো সবসময় চাই - আপনারা খুশিতে থাকেন, যাতে আমাদের “শহীদ” ভাইয়াদের মনেও শান্তি থাকে। তাই স্টীকি হোক শুধু আপুদের পোস্ট ..... Love Struck Love Struck

আরুআপুর ভাষায়, যারা বিয়ে করেছেন তারা নাকি “শহীদ”Winking Crying Crying
৩৫
227170
২৭ মে ২০১৪ রাত ০৯:৪৩
সাদাচোখে লিখেছেন : লিখাটি সুন্দর হয়েছে। বক্তব্য ও পরিষ্কার এবং গ্রহনযোগ্য।

ব্যক্তিগতভাবে আমি শুধু এটা যোগ করতে চাই, মোহাম্মদ সঃ বলেছেন, স্বামী ও স্ত্রী একে অপরের গার্মেন্টস স্বরূপ। ইসলাম আমাদের শেখায় - একে অপরকে সাহায্য-সহযোগীতা করতে, একে অপরকে আপ্যায়ন করতে ইত্যাদি। এবং সে সাথে বলছে এর মাধ্যমে সওয়াব পাওয়া যায়। আরো বলেছে কেয়ামতের দিন একটি সওয়াবের জন্য আমাদের মধ্যে পেরেশানী বাড়বে এবং আমরা এর তার কাছে দৌড়াবো। সো এবিষয়গুলো মাথায় রেখে আমরা একে অপরকে সাহায্য করবো, তা সে রান্না ঘরে হোক আর অফিসের কাজ হোক। সওয়াবের আশায়।
কটাক্ষ করে এক জন একজনকে দোষারোপ দেওয়া, একজনকে অন্যজন ছোট করা, একজন অন্যজনকে ঠেস দেওয়া এবং পাবলিকলী হীন করার প্রচেষ্টা দজ্জালের শিক্ষা, একচোখা নারীবাদীদের শিক্ষা, লেজ কাটা শেয়াল টাইপ মহিলাদের ও পুরুষদের শিক্ষা।
আমরা এই জাতীয় ঠেসাঠেসির কারনে পাশ্চাত্যে এরি মধ্যে পরিবার প্রথার প্রায় বিলুপ্তি ও বিকৃতি দেখছি এবং বাংলাদেশে ও যে তা জ্যামিতিক হারে বাড়ছে তার প্রমান মিডিয়ায় দেখছি। আশা করি আমরা সচেতন থাকবো এবং ইসলামের আলোকে বিচার বিশ্লেষন করবো।
১১ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
180298
সাফওয়ানা জেরিন লিখেছেন : Happy Happy Happy মনে থাকবে
৩৬
227181
২৭ মে ২০১৪ রাত ১০:১১
নিশা৩ লিখেছেন : অনেক ভালো লাগলো লেখা এবং মন্তব্যগুলো। আমার ব্যাক্তিগত মতামত হল স্বামী ও স্ত্রী দুজনই ঘরের কাজে সহযোগিতা করা সময়ের প্রয়জন। আজকাল ক'টা পরিবার আছে যে একজনের রোজগারে সংসার চালায়?
২৮ মে ২০১৪ বিকাল ০৪:১৫
174337
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপু চাকরি করেন নাকি? Smug Smug
৩৭
227184
২৭ মে ২০১৪ রাত ১০:২৫
আলোকিত প্রদীপ লিখেছেন : সাফওয়ানা আপু... সব সময়ের মত অসাধারণ। Applause Applause কিন্তু উচিত কথা মানেই ঝগড়া!!! Not Listening Not Listening স্বামী-স্ত্রী দুইজনেরই পরস্পরকে সাহায্য করার চেষ্টা করা উচিত।
১১ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
180297
সাফওয়ানা জেরিন লিখেছেন : কেউ কেউ এই লিখার জন্য আমাকে অমানুষ ভাবছে। আর কি কবো! রেখেছ পুরুষ করে, মানুষ করো নি!
৩৮
227201
২৭ মে ২০১৪ রাত ১১:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলাদেশের প্রেক্ষাপটে ইহা এমনি এক বিতর্ক যার শুরু আছে শেষ নেই। আপু আপনার ছবিটা খুবই মর্মান্তিক বিশেষ করে ভাইদের সহ্য ক্ষমতার উপরে Sad ভাইদের সহ্য ক্ষমতার লিমিট ক্রস করার জন্য আপনাকে ১৩নং মহাবিপদ সংকেত দেখানো হল Tongue দেশে কাজের লোক থাকায় ছেলেদের ঘরের কাজ তেমন করতে হয়না বলে জানি। এর প্রয়োজন পড়ে আমরা যারা বাইরে থাকি তাদের। যারা পারিবারিক বন্ধন, নিজেদের সম্পর্কের ব্যাপারে আন্তরিক তাদের ক্ষেত্রে সমস্যা হয় বলে মনে হয়না। সমস্যা হয় যারা একে অপরকে সহযোগিতা করাটা সমস্যা মনে করে তাদের।

ধন্যবাদ আপু আপনাকেHappyস্টিকি পোস্টে অভিনন্দন Rose Good Luck Rose
২৮ মে ২০১৪ সকাল ০৭:২৮
174121
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার ছবিটা খুবই মর্মান্তিক বিশেষ করে ভাইদের সহ্য ক্ষমতার উপরে ... Frustrated Frustrated Time Out Time Out কে বলেছে আপনাকে এ কথা? এখনও অনেক ভাই আছে যারা বউকে সাধ্যমতো সাহয্য করার চেষ্টা করে, কিংবা করার নিয়তে বউ এর অপেক্ষায় বসে আছে Love Struck Chatterbox Chatterbox @বৃত্তমণি
৩৯
227229
২৮ মে ২০১৪ রাত ০১:২১
পাহারা লিখেছেন : খুব সুন্দর হয়েছে ,সবচেয়ে খারাপ কাজ হচ্চে শিফট পরে কাজ ওভারটাইম করা আর রান্না করা।
৪০
227282
২৮ মে ২০১৪ সকাল ০৯:০০
দ্য স্লেভ লিখেছেন : আমিও আপনার ছোট ভাইয়ের মত, নিজেরটা নিজে করতাম না। এখন করি। দারুন লিখেছেন Happy
৪১
227284
২৮ মে ২০১৪ সকাল ০৯:০৫
ইমরান ভাই লিখেছেন : সংসারে ছেলেরা হেল্প করবে সাধ্যমতো তবে মেয়েদেরকেও একটু নরম হতে হবে।

জাজাকাল্লাহু খায়রান।
৪২
227285
২৮ মে ২০১৪ সকাল ০৯:০৫
নাউন৯৯ লিখেছেন : আমার বৌ যে হবে তাকে তো আমি সারাদিন খাটাবো ;Winking ;Winking ;Winking ;Winking Tongue Tongue Tongue
৪৩
227303
২৮ মে ২০১৪ সকাল ১০:২০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হতভাগা'র সব কমেন্ট আমি পড়েছি, অনেক গরুত্বপূর্ণ কমেন্ট করেছেন তিনি তার সাথে আমি একমত
তবে কিছু ক্ষেত্রে মানবিক বিবেচনা করে তাকে সাহার্য্য করা যেতে পারে,
যখন আমার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়ে তখন তার কষ্টের সীমা থাকেনা, এই অসুস্থ্য নিয়েই ঘরের কাজ কর্ম করতে হয়, তাই আমি তাকে সম্পর্ণ মানবিক দিয়ে বিবেচনা করেই তাকে সাহার্য্য করে থাকি
এই যেমন পূণ্যের কাজ তেমনি স্ত্রীর ভালবাসাও আদায় করা যায়
৪৪
227306
২৮ মে ২০১৪ সকাল ১০:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : আমি একবার ডিম + আলু + গরুর গোস্ত দিয়ে হেভি মসল্লা দিয়ে ভুনা করেছিলাম।
মাঝে মাঝে কৌতুহল বসত আজিব আজিব রান্না করতে মন চায়।
এবারের টার্গেট ঢেরস দিয়ে গরুর গোস্ত।
০৬ জুন ২০১৪ দুপুর ০২:৩০
178145
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঢেরস দিয়ে গরুর গোস্ত Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৪৫
227315
২৮ মে ২০১৪ সকাল ১১:০০
শান্তবীর লিখেছেন : ছবিতে মনে হচ্ছে স্ত্রী ঘুমাচ্ছে!আর স্বামী বাচ্চা কোলে নিয়ে রান্না করছে,যেন বাচ্চা তাঁর আম্মুকে ঘুমের ব্যাঘাত না ঘটায়।
৪৬
227317
২৮ মে ২০১৪ সকাল ১১:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমার হাতের ডিম ভাজা, ঘন মসলা দিয়ে গরুর গোস্ত রান্না, ভেন্ডি ভাজি, ডিম টমাটোর মিশ্রনে তৈরী(নাম জানিনা)সকালের নাস্তার উপাদান আমার স্ত্রীর খুব পছন্দ। অবশ্য সখ করে মাঝে মধ্যে করা হয়। ও নিজেই আমাকে কষ্ট দিতে চায় না।

পুরুষদের অবশ্যই উচিৎ তাদের বউদেরকে ঘরের টুকটাক কাজে সাহায্য করা। তবে বিনাশ্রমে যাদের আয়-রোজগার চলে তারা যেভাবে বউদেরকে ঘরোয়া কাজে সাহায্য করে থাকেন সেরকম অন্য স্বামীদের নিকট থেকে আশা করা ঠিক নয়,যারা দৈনিক ১০/১২ ঘন্টা অফিসে এবং ব্যবসায় সময় দেন। বিনা শ্রমে আয় যাদের, তাঁরা হলেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। তাঁদের বউকে সাহায্য করে সুন্নাত পালনের উদাহরণ অন্য কারো জন্য খাটে না।
২৮ মে ২০১৪ সকাল ১১:৫০
174208
চোরাবালি লিখেছেন : বিনা শ্রমে আয় যাদের, তাঁরা হলেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। তাঁদের বউকে সাহায্য করে সুন্নাত পালনের উদাহরণ অন্য কারো জন্য খাটে না। Happy>- Happy>- Happy>- Happy>-
২৮ মে ২০১৪ রাত ১১:২৬
174505
সাফওয়ানা জেরিন লিখেছেন : ধন্যবাদ। আমি কিন্তু বলিনি কাজ করতেই হবে। জাস্ট মানসিকতা পরিবর্তন দরকার। আপনার বউ যখন কোন কারনে কাজ করতে পারবে না, এই সহানুভূতির মানসিকতা জিনিষ টা সহজ করে দিবে
৪৭
227320
২৮ মে ২০১৪ সকাল ১১:০৯
শান্তবীর লিখেছেন : হযরত আয়েশা (রা)রান্না করতেন আর রাসূল (স)রান্নার কাজে সহযোগীতা করতেন।এভাবে স্ত্রীর কাজে সহযোগীতা করলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়।
তবে আমি নিয়মিত না হলেও মাঝেমাঝে স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করি।
ধন্যবাদ আপুকে।
৪৮
227357
২৮ মে ২০১৪ দুপুর ১২:৩৪
মুজিব সেনা লিখেছেন : এক রান্না নিয়া কি শুরু করলেন সবাই? বর্তমান সময়ে মেয়েদের চেয়ে ছেলেরা রাঁধতে পারে ভাল। তারপর আমাদের সমাজে এখনও পরিবর্তন আসেনাই,আসাটা দরকার আমি মনে করি। ধন্যবাদ সুন্দর পোস্ট টির জন্য।
৪৯
227371
২৮ মে ২০১৪ দুপুর ১২:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মুজিব সেনা লিখেছেন : এক রান্না নিয়া কি শুরু করলেন সবাই? বর্তমান সময়ে মেয়েদের চেয়ে ছেলেরা রাঁধতে পারে ভাল। তারপর আমাদের সমাজে এখনও পরিবর্তন আসেনাই,আসাটা দরকার আমি মনে করি। ধন্যবাদ সুন্দর পোস্ট টির জন্য।
ভালো লাগলো
২৮ মে ২০১৪ রাত ১১:২৮
174506
সাফওয়ানা জেরিন লিখেছেন : যা শুরু করছে সবাই মিলে! অথচ, আমি তো স্বীকার করছি ই রান্না মেয়েদের কাজ! একটু সহানুভূতি থাকলে দোষ ধরা, খোঁটা দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসা যায়। এটাই বুঝাতে চেয়েছি।
৫০
227400
২৮ মে ২০১৪ দুপুর ০১:৫৩
egypt12 লিখেছেন : ভালো উপদেশ Happy
৫১
227476
২৮ মে ২০১৪ বিকাল ০৪:১২
আমি মুসাফির লিখেছেন : এই প্রাকটিসটা সকল মুসলমানের থাকা ফরজ। ব্লগে বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
৫২
227499
২৮ মে ২০১৪ বিকাল ০৫:০৬
সিটিজি৪বিডি লিখেছেন : আজ বউয়ের বকা খেয়ে বাচ্চার কাপড় ধুয়েছি..নিজেদের রুমটাও পরিস্কার করে দিয়েছি..আমি মনে করি..বউকে সাংসারিক কাজে একটু হেলপ করা দরকার।
৫৩
227531
২৮ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
আবু জারীর লিখেছেন : একজন আদর্শ পুরুষ মানেই সে সব কাজ জানবে এবং মাঝে মধ্যে করার ও চেষ্টা করবে, তা হোকনা কাপর গোছানো, রান্না করা বা বাথরু সাফ করা।

নারী পুরুষের সীমারেখা টানা এখানে অনুচিত। তবে মেয়েরাই সাধারণত ঘরের কাজ গুলো করে সে জন্য পুরুষরা একেবারে হাত ধুয়ে বসে থাকবে সেটাও ঠিকনা।

ধন্যবাদ।
৫৪
227543
২৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
আমিন ইউসুফ লিখেছেন : আমি ভাই মাঝে মাঝে বউকে হেল্প করার চেষ্টা করি। ঘরের কাজ করাতে কোন পাপ তো নাই ই, বরং সুযোগ থাকা সত্ত্বেও না করাটা অন্যায় বলেই আমার মনে হয়।
অনেক ধন্যবাদ।
৫৫
227627
২৮ মে ২০১৪ রাত ০৮:১৯
আফরা লিখেছেন : একসাথে সংসার করতে হলে দুজনেরই দুজনের প্রতি সহমর্মিতা সহযোগীতা থাকতে হবে । ছবিটা মোটেও সে কথা বলছে না ।
২৮ মে ২০১৪ রাত ০৮:২৬
174434
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সহমত Applause Applause
৫৬
227750
২৯ মে ২০১৪ রাত ১২:২৭
সমালোচক লিখেছেন : যে কোনো সমাজে-ই প্রচলিত অনেক প্রথার বাইরে আসতে গেলে প্রথমদিকে অনেক বাধার সম্মুখীন হতে হয় । এক সময় সেটা গা সওয়া হয়ে যায় ।

ছোটবেলা থেকে-ই গৃহস্থালীর কিছু কিছু কাজ করায় অভ্যস্ত হয়ে উঠলে বিয়ের পর সেটা ইতিবাচক ফলাফল এনে দিতে বাধ্য ।

সময়, সুযোগ ও মেজাজ বুঝে গৃহস্থালীর কিছু ধরণের কাজে রোল রিভার্সাল (Role Reversal) করলে স্বামী-স্ত্রীর মধ্যে সহমর্মিতা গড়ে উঠার সম্ভাবনা-ই বেশী থাকবে। যে সব সিংহ পুরুষরা এতে স্ত্রৈণ হয়ে যাবার আশংকায় ভোগেন, তারা কিন্তু আবার বিছানার সেবা নিতে যে প্রতিবার-ই মেনি বিড়ালের ভূমিকায় অবতীর্ণ হন তা খেয়াল করেন না !

আধুনিক প্রযুক্তি, মানুষের দৃষ্টিভঙ্গী ও জীবনযাত্রা প্রণালী গৃহস্থালীর অনেক কাজ সম্পাদন করা উভয়ের জন্য-ই বেশ সহজ করে দিয়েছে । হরেক রকমের মসলার প্যাকেট, ছোট-ছোট করে কাটা মাংস (diced meat), কাঁটাবিযুক্ত মাছের টুকরো (fillet), সুবিধাজনক উচ্চতায় বসানো গ্যাস বা ইলেকট্রিক চুলো বা গ্রীল, মাইক্রোওয়েভ ওভেন, কাপড় ধোয়ার মেশিন, ভ্যাকিউম ক্লিনার, বাচ্চাদের ডাইপার / প্র্যাম ইত্যাদি অনেক ব্যস্ত ও অনভ্যস্ত পুরুষদেরকে গৃহস্থালীর কাজগুলো করতে দরকার অনুযায়ী স্ত্রীদের দিকে হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করে তোলার-ই কথা । পাশ্চাত্যে বসবাস করে অনভ্যস্তরা-ও তো দিব্যি গৃহস্থালীর অনেক কাজে-ই পরিবারের সদস্যদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে দেন । দেশে মানুষের মধ্যে এই দৃষ্টিভঙ্গীর পরিবর্তন গড়ে উঠতে হয়তো আরো কিছুটা সময় নেবে ।

পোষ্টদাত্রী যে সব যন্ত্রণাময় অবস্থা তুলে ধরেছেন আশা করি তিনি বাস্তব জীবনে ঐ ধরণের অবস্থার শিকার নন । আর যদি হয়ে-ই থাকেন, তবে তাঁর জন্য আন্তরিক দোয়া রইলো যেন আল্লাহপাক তাঁর জন্য সব কিছু সহজ করে দেন । ধন্যবাদ ।
৫৭
227753
২৯ মে ২০১৪ রাত ১২:৩৮
আহমাদ আল সাবা লিখেছেন : ইসলামে সমালোচনা করার সিস্টেম আছে।
একজন আলেক আরেকজন আলেমের দোষ ধরতে গিয়ে প্রথমে পাচ লাইন প্রশংসা করলেন। এর পর দুই লাইন সমালোচনা করলেন এবং সর্বশেষে আবার প্রশংসা করলেন। এভাবেই শ্রদ্ধার সাথে সমালোচনা করলেন।
কিন্তু উপরের পোস্টে কিভাবে সমালোচনা করলেন পুরুষদের? এক লাইন প্রশংসা আর বিশ লাইন সমালোচনা। অথচ অনেক ছেলেই কিন্তু স্ত্রীদের হেল্প করে।
অথচ এমন উদাহরণ আনলেন যা পোস্টের সাথে যায় না-যেমন স্ত্রী চাইলে পচা পানি খাওয়াতে পারে ইত্যাদি ইত্যাদি । এবার বলেন এই যে উদাহরণ টানলেন এই মেয়ে কি মানুষ হওয়ার যোগ্য ???? স্ত্রী তো অনেক পর-আর মুসলিম নাইবা বললাম।
উপরের বেশিরভাগ লোকেই সমালোচনা করেছে- কতজন পোস্ট পড়েছে সেটা দিয়ে বিচার না করে যৌক্তিক সমালোচনা দেখা উচিত আমাদের। যা আগে বলছিলাম-দুই লাইন প্রশংসা আর বিশ লাইন সমালোচনা - তাহলে সমালোচনাই ত হল না- এতে আবার সমালোচনা থামবে কিভাবে?
১১ জুন ২০১৪ দুপুর ০১:৩২
180295
সাফওয়ানা জেরিন লিখেছেন : আপনি এক লাইন তুলে দিয়ে কথা বললে তো হবেনা! আগে পরে পড়বেন, তারপর যা বলার বললেন। ইসলামে সমালোচনার নিয়ম লিখে নিজেই ভুলে গেলেন যে! আমি ময়লা পানির প্রসঙ্গ লিখেছি, কারন আমার রান্নার পিকে অনেক ছেলে তেলাপোকা দেখতে পান। এটা এক ধরনের উপহাস, বা কষ্টটাকে খাটো করা। সুতরাং, কোন নারী যদি তেমন কিছু করেও সেটা ধরার কোন উপায় ণেই। যদিও তা ঘরের মহিলারা নিজের জীবন থাকতে ও করবে না। আমি শুধু যুক্তি দেখিয়েছি, যে রান্নার সময় ভেজাল আপনাদের স্বজাতিরাই করেন। তাই বলে যে আমি ও এম্ন করি বা করার নিয়ত করি তা তো নয়! আমি মানুষ হওয়ার যোগ্য কিনা তা বুঝি আপনি ঠিক করে দিবেন?বাহ! ভালোই তো! মাপকাঠি নিয়ে বসে আছেন! আমিতো তা ও ২ লাইন প্রশংসা করেছি , আর বাকিটা পুরাই সমলচনা! আপনি কি করেছেন জনাব? আপনাকে আমার কোন লিখা না পড়তে বলা হোল। যে ব্যক্তি আমাকে মানুষ মনে করেনা, আমার লিখা পড়ার কোন প্রয়োজন তার নেই। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৫৮
227788
২৯ মে ২০১৪ সকাল ০৬:৫৯
দুর দিগন্তে লিখেছেন : হতভাগা লিখেছেন : ঘরের বাইরে কাজও করবে স্বামী , আবার তাকে দিয়ে ঘরের কাজও করার ধান্ধা করবেন ।

সবকিছু স্বামীর উপর চাপিয়ে দিয়ে , স্বামীরটা খেয়ে , স্বামীরটা পড়ে, আবার স্বামীর উপর ফাঁপড়বাজি করে কি আরামসে চলার মতলব আটছেন ?

বসে বসে খাবার দিন শেষ আপু। বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় ।

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা , আর মেয়েরা/স্ত্রীরা একটু সুযোগ পেলেই বা জোট পাকালেই পরছিদ্রন্বেষন করা শুরু করে দেয় । যা সমাজের ক্ষতি ছাড়া লাভ করে না ।
৫৯
227805
২৯ মে ২০১৪ সকাল ০৯:২৪
নিরিহ মানুষ লিখেছেন : মেয়েদের রান্না করা কে ছেলেরা যদি মেয়েদের কাজ ভাবে,আমি বলবো এইসব ছেলেরা বোকা।কারণ রান্না করাকে ধরে নিতে হবে এক ধরনের শিল্প।

জীবনে কোনো দিন রান্না করতে হবে তা ভাবি নি,কিন্তু আজ ৪টা বছর নিজে রান্না করতে হচ্ছে।


আর বাড়ীতে যেদিন মা বোনের রান্না খারাপ হতো তখন কত ভাব দেখাতাম।
আজ যখন নিজের রান্না খারাপ হয়, তখন নিজের ROOM MATE এর কথা শুনতে হয় ,তখন খুব ভাল লাগে, এবং নিজের মা বোনের কথা স্মরণ হয়।
৬০
227842
২৯ মে ২০১৪ সকাল ১১:২৭
নূর আল আমিন লিখেছেন : আলহামদুলিল্লাহ আমি ফ্যামিলিকে ঘরের কাজে হেল্প করি
৬১
227972
২৯ মে ২০১৪ বিকাল ০৪:২৮
৬২
229740
০২ জুন ২০১৪ রাত ০৮:৫৩
মাটিরলাঠি লিখেছেন :
ছোট্ট মেয়েটি এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, আম্মু কি আমার যত্ন নেয়?’
চোখ বড় বড় করে বাবা খুব আদুরে গলায় বলল, ‘অবশ্যই! আম্মু তোমার অনেক যত্ন নেয়।
তোমাকে খাইয়ে দেয়। অসুখ হলে তোমার সেবা-যত্ন করে। তোমাকে গান গেয়ে শোনায়।’
‘দাদুভাই কি আমার যত্ন নেয়?’
‘অবশ্যই! দাদুভাই তোমাকে গল্প শোনায়। তোমার জন্য সুন্দর সুন্দর গিফট, চকলেট নিয়ে আসে।’
‘আর দাদুমণি?’
‘দাদুমণিও।’
‘আর ফুপি?’
‘ফুপি তো তোমার জন্য পাগল। ছুটি পেলেই তোমাকে দেখতে চলে আসে।’
‘আ…র রহিমার মা?’
‘ও, ও তোমার অনেক যত্ন নেয়। তোমার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।’

সবকিছু শুনে ছোট্ট মেয়েটি সন্তুষ্ট হয়ে বললো, ‘তাহলে তো আম্মু ঠিকই বলেছে। এ বাসায় একমাত্র তুমিই কোনো কাজের না।’

মোরাল: নারীর কাছেই সবার স্বামীই যোগ্য নিজেরটা ছাড়া। Sad

৬৩
229978
০৩ জুন ২০১৪ দুপুর ০২:৫১
সালাম আজাদী লিখেছেন : ওরা এবং আমরা, সে এবং আমি, পচার মা আর পচার বাপ কথা গুলো এবং সে অনুযায়ি কাজ মোটেই ইসলামি না। ইসলাম বলে স্বামী স্ত্রীর সৃষ্টি হয়েছে একজন থেকে আরেক জনকে। পৃথক হলে ই সেখানে অশান্তি।
৬৪
233676
১১ জুন ২০১৪ দুপুর ০১:২৪
সাফওয়ানা জেরিন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File