সাইদীর এইডা তো গ্রাম্য বিচার শালিস আদালতে বিচারের মতো বিষয় না তবুও সরকার একটা রায় চায় ।
লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৩৯:০১ রাত
সাইদীর এইডা তো গ্রাম্য বিচার শালিস আদালতে বিচারের মতো বিষয় না তবুও সরকার একটা রায় চায় ।
সরকার গেছে পাগল হইয়া শিরোনামে কয়েকমাস আগে আমার দেশে বিচারপতি নিজামুল হকের স্কাইপ কেলেঙ্কারি তে একজন বিচারকের অবৈধ সংলাপ প্রমান করে যে আল্লামা সাইদির বিরুদ্ধে এক মিনিটের সাজা হলেও সেটা হবে সম্পূর্ণ তার জনপ্রিয়তা ও তার জাদুকরি বক্তব্যের প্রতি ঈর্ষান্বিত বাকশালি হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা ...... এই অবৈধ সংলাপ প্রকাশিত হওয়ার সাথে সাথেই আল্লামা সাইদির মুক্তি দেয়া প্রয়োজন ছিল ... কিন্তু তা সরকার করেনি । আমরাও কিছু বলিনি । অপেক্ষা করেছিলাম রায়ের দিনের জন্য । কাল যদি সরকার কোনরকম প্রহসনের রায় দেয় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে আগুন জ্বলবে ...
যদিও আওয়ামী বাকশালি সরকার স্কাইপ সংলাপ প্রকাশ নিষিদ্ধ করেছে ... আমরা কাণ্ডারি হুঁশিয়ার সত্য প্রকাশে আপোষহীন হওয়ায় আপনাদের কাছে সেই স্কাইপ সংলাপের লিঙ্ক দিলাম ... এটা পরে আপনারাই বলেন ১ সেকেন্ডের সাজা পাওয়ার মতো অপরাধ ও প্রমান করা সম্ভব লাখো মানুষের নয়নমণি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে?? ...
কাল আল্লামা সাইদির বিরুদ্ধে রায়ের নামে অবৈধ ট্রাইব্যুনালের কোন প্রহসন বাংলার সর্বস্তরের তৌহিদি জনতা কখনো মেনে নিবে না ।
http://www.amardeshonline.com/pages/details/2012/12/09/177212#.US4rPqJHISF
বিষয়: বিবিধ
১৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন