মিশরে পার্লামেন্ট নির্বাচনের সময় এগিয়ে আনলেন মুরসি

লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৪:১৪ সন্ধ্যা

মিশরে পার্লামেন্ট নির্বাচনের সময় এগিয়ে আনলেন মুরসি



ইসলামিকনিউজ ডেস্ক: মিশরে জতীয় সংসদের নির্বাচন এগিয়ে এনেছেন প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি। নতুন তারিখ অনুযায়ী আগামী ২২ এপ্রিল মিশরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল (শনিবার) ডিক্রি জারির মাধ্যমে নির্বাচনের এ তারিখ পরিবর্তনের এ ঘোষণা দেন তিনি।

এর আগে, ২৭ এপ্রিল মিশরের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেসিডেন্ট মুরসি ডিক্রি জারি করেছিলেন।

কায়রোসহ চারটি প্রদেশে প্রথম দফা ভোট গ্রহণ করা হবে ২২ এপ্রিল এবং জুন মাসে তা শেষ হবে।

প্রেসিডেন্ট মুরসির এক মুখপাত্র জানিয়েছেন, ২৭ এপ্রিল কপ্টিক খ্রিস্টানদের ধর্মীয় উতসব থাকায় তারা আপত্তি জানিয়েছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মুরসি সরকার।

মিশরে পার্লামেন্ট নির্বাচনের পুরো প্রক্রিয়া চার ধাপে অনুষ্ঠিত হবে।

সহিংসতা, অস্থিতিশীলতা ও অর্থনৈতিক দৈন্যতা নিয়ে যখন মিশর খানিকটা পীড়িত তখন দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে দেশটির একটি বিরোধী দল নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে।#

সুত্রWaitingww.islamicnews24.net/মিশরে-পার্লামেন্ট-নির্বা/

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File