Thinking?:- Time Outনয়া পল্টনে ১৮ দলের সমাবেশ স্থগিত সংবিধান লঙ্ঘন করছে সরকার Time Out Thinking?

লিখেছেন লিখেছেন এ্যাডভোকেট ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০০:৩৯ সন্ধ্যা

একটি দেশে সভা সমাবেশ করা বিরোধিদলের সাংবিধানিক অধিকার



অনুচ্ছেদ ৩৭: বাংলাদেশ সংবিধান

সমাবেশের স্বাধীনতা

৩৭। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।

মঞ্চ নির্মাণে পুলিশের অনুমতি না পাওয়ায় শনিবারের ১৮ দলের সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন করার পরও মহানগর পুলিশ আমাদের ঘোষিত সমাবেশে মাইক লাগানো এবং মঞ্চ নির্মাণের অনুমতি দেয়নি। এমতাবস্থায় সমাবেশটি স্থগিত করা হলো।”

নির্দলীয় সরকারের দাবিতে শনিবার দুপুর আড়াইটায় রাজধানীতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের উদ্যোগে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ হওয়ার ঘোষণা ছিল।

৭ ফেব্রুয়ারি জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে শনিবার ঢাকায় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

http://bangla.bdnews24.com/politics/article588410.bdnews

Time Out Time Out

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File