শাহবাগ তারুণ্যের ঘাঁটি

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ০৫ মার্চ, ২০১৩, ১১:৩০:৩৩ রাত

শাহবাগ তারুণ্যের ঘাঁটি

যাবৎ জীবন কারাদণ্ড

বিচারের রায় শুনে

তালে তালে জুতা মারে

সবাই গুনে গুনে ।

যুদ্ধাপরাধীর ট্রাইবুনালে

কাদের মোল্লার জেল

মানবতা ধপাস হয়ে

করলো হার্ট ফেল।

একাওরে মুহুমুহু গুলিতে

কেঁপে উঠেছে বাংলার মাটি

গণদাবির স্লোগানে শাহবাগ আজ

তারুণ্যের ঘাঁটি।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেও

আন্দোলনে হাসি

ফাঁসি চাই ফাঁসি চাই

বাংলাকে ভালোবাসি।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File