অমর একুশ
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৬:৪৭ রাত
একুশ মানে তরুণ যুবক
টগবগানো রক্ত
অসীম সাহস বুকে নিয়ে
কাটায় প্রতি অক্ত।
একুশ মানে উতাল ঢেউ
উজাড় করা ত্যাগ
শৃঙ্খলাকে ভেঙ্গে ফেলে
গর্জে উঠা বিবেক।
একুশ মানে শহীদ মিনার
কৃষক চাষার দল
উচু নিচু ভুলে গিয়ে
লাখো জনতার ঢল।
একুশ মানে নতুন সূর্য
জেগে উঠা প্রাণ
দলে দলে গেয়ে উঠা
প্রভাত ফেরির গান।
বিষয়: সাহিত্য
৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন