দেশের পালোয়ান
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১১:৪১ রাত
লাখে জনতার মিছিল নিয়ে
হবো আগুয়ান
আমরা তরুণ আমরা যোদ্ধা
দেশের পালোয়ান।
আরেকটা একুশ দেখব সবাই
আন্দোলনের মোড়
রাজাকারের ফাঁসি চাই
এলো নতুন ভোর ।
যত আছে ছাত্র শিক্ষকবৃন্দ
যত আছে গুনীজন বোদ্ধা
একাত্তুরকে সবাই মিলে
জানাবো আবার শ্রদ্ধা।
বিষয়: সাহিত্য
৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন