আমি শ্রমিক হয়তো মানুষ নই
লিখেছেন লিখেছেন ওসমান সজীব ৩০ এপ্রিল, ২০১৩, ১১:১৯:০৩ রাত
গরীবের ঘরে জন্ম নেয়া বেড়ে উঠা এক মানুষ
ছিন্নভিন্ন অস্তিত্ব পাথরের ভিতর ফুল।
আচমকা এক সুখের নেশায় ক্ষত বিক্ষত প্রতি মুহূর্ত
বিধ্বস্ত দেহ মন পেশা বিড়ম্বনা।
আমিও মানুষ!!
শ্রমিক আমি রাস্তার মাঝে কাজে থাকি ব্যস্ত
ছোট লোকের বাচ্চা বাংলা ও ইংরেজি ভাষায়
মা থেকে বোন পর্যন্ত বকাঝকা বিস্তৃত ।
আমিও মানুষ!!
আমার জন্ম মিথ্যা আমি অসভ্য ছোট জাত
আমার প্রতিটি টাকা কষ্টার্জিত উপার্জন
সম্মান তো দুষ্প্রাপ্য ৭০ বছরের বৃদ্ধ।
প্রখর রোদ পিচ ঢালা রাস্তা
মাটি ফেটে চৌচির মাঠ পশু পাখি হাঁপিয়ে উঠে
ঘামে ভেজা শরীর আমি শ্রমিক ।
আমিও মানুষ!!
আমার শ্রমের ফসলে আরাম ভোগ বিলাস
তবুও অপমান অবহেলা অহেতুক মারধর পাই না ন্যায্য মূল্য
একটু সম্মান সে তো রহস্য ।
কিছু সভ্য মানুষের একান্ত দায়িত্ব বারবার উচ্চারণ করা
তুই ছোটো জাত মানুষ না
আমি শ্রমিক হয়ে বেঁচে থাকি হয়তো মানুষ নই ।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন