দেশ জুড়ে আজ শোকের ছায়া

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ২৫ এপ্রিল, ২০১৩, ১২:২৭:৪৬ রাত



দেশ জুড়ে আজ শোকের ছায়া

আমরা সবাই স্তব্ধ

জীব জানোয়ার কেঁপে উঠেছে শুনে

স্বজন বিয়োগের নির্মম কান্নার শব্দ ।

ভবন ধসে ভয়াবহ মানবিক বিপর্যয়

প্রাণ হারাল শত

সস্তা মূল্যে মৃত্যুই শুধু কিনতে পারে

শ্রমিক কামলা আছে যত!

ওরে আমার সোনা মানিক

সাত রাজার ধন

আয় ফিরে আয় আমার কোলে

তুই ছাড়া আর কে আছে আমার আপন জন ?

তুই ছাড়া এই শূণ্য ঘরে কেমনে রবে মন?

নিজের উদ্ধার করল কারা?

স্বজনহারা এই মানুষগুলোর

চোখে জল ভরা।

স্বজনহারা এই মানুষগুলো

থাকবে কোথায় খাবে কি? নেই তো তাদের জানা

আর কিছু দিন শিরোনাম হবে এই নিয়মটা মানা।

অবাক মানুষ অবাক দেশ অভাবের বাংলাদেশ।

বিষয়: সাহিত্য

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File