হেফাজতে ইসলাম এবং খালেদা জিয়া যে ভুলটা করছে...

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ১৭ মার্চ, ২০১৩, ০৯:৫৪:১১ রাত



অপ্রিয় হলেও চরম সত্য হচ্ছে,বাংলাদেশের আলেম সমাজের বড় একটা অংশের প্রযুক্তি জ্ঞান খু্বই কম।এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার তো নেই বললেই চলে।প্রযুক্তি জ্ঞান কম থাকায় হেফাজতে ইসলাম এবং খালেদা জিয়ার বক্তব্যের ধরনের কারণে পাবলিকের কাছে একটা ম্যাসেজ যাচ্ছে যে ব্লগার মানেই নাস্তিক।

ব্লগার মানেই নাস্তিক না।কমকরে ১০০ ব্লগারকে চিনি যারা নাস্তিকদের সাথে ঘন্টার পর ঘন্টা ব্লগে বিতর্ক করেছে,নাস্তিকদের গদামের উপর রেখেছে।ব্লগার মানে যদি নাস্তিক হয় তাহলে মাসের পর মাস ধরে যারা নাস্তিকদের দৌড়ের উপরে রেখেছে তারা কি?

হেফাজতে ইসলাম,এবং খালেদা জিয়ার উচিত আরো সতর্ক এবং স্পষ্ট ভাবে বক্তব্য দেওয়া।অজ্ঞতাবশত এমন কোনরকম অস্পষ্ট বক্তব্য দেওয়া উচিত না যে বক্তব্যের অপপ্রচার করার সুযোগ পাবে বাকশালী এবং নাস্তিক কুকুর শাবকরা।

আশাকরি,হেফাজতে ইসলাম এবং বিএনপির হাইকমান্ড বিষয়টি উপলদ্ধি করতে পারবে ।এবং স্পষ্ট ভাবে বলবে ‌'আমরা ব্লগারদের বিপক্ষে না যারা মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলামকে অসভ্য ভাষায় আক্রমন করে যাচ্ছে যেসব ব্লগাররা এবং যে ব্লগের মালিকরা তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে তাদের বিপক্ষে'।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File