বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাপড় খুলে দাঁড় করিয়ে রাখা হউক

লিখেছেন লিখেছেন নো কমেন্ট ০৩ জুলাই, ২০১৩, ১০:৪৮:৫৬ রাত

ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধটি প্রায় ৭মাস পর আবার নতুন আলোচনার জন্ম দিয়েছে।বিএনপির পক্ষ থেকে প্রথমে পজেটিভ বক্তব্য দিলেও এখন অস্বীকার করা হচ্ছে।ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক।

প্রায় ৭মাস আগের নিবন্ধটির যে বিষয়কে হাইলাইট করছে আম্বারা তাতে আম্বাদেরই নৈতিক পরাজয়।কারণ,আম্বারা শ্রমিকের নূন্যতম নিরাপত্তা দিতেও ব্যর্থ। জিএসপি সুবিধা নিয়ে যা লেখা হয়েছিল তা যথার্থ যোক্তিক।নিবন্ধে জিএসপি সুবিধা নিয়ে মুল বক্তব্য হচ্ছে,শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে যেন জিএসপি সুবিধা নিয়ে চাপ দেওয়া হয় সরকারকে।

শ্রমিকরা যদি নিরাপদ কর্মস্থল না পায় রানাপ্লাজ,তানজীর গার্মেন্টেসের মত দূর্ঘটনায় পড়ে লাশ হয় তাতে দেশেরই ক্ষতি।তাই শ্রমিকদের নিরাপত্তা সরকারকে চাপ প্রয়োগের বড় অস্ত্র জিএসপিকে ব্যবহার করতে যদি আমেরিকাকে পরামর্শ দেওয়া হয় সেটা অবশ্য গঠনমূলক।আগে স্বীকার করে এখন অস্বীকার করে বিএনপি ভুল পথেই হাঁটছে।মিথ্যাচারের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাপড় খুলে দাঁড় করিয়ে রাখা হউক।কারণ,এদের কাপড় পড়ার কোন যোগ্যতাই নাই।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File