হিন্দু মেয়েরা লিঙ্গ পূজার সময় রাম রাম করে!!!!
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ০৮ জুন, ২০১৩, ১০:২১:৫০ রাত
‘পিটুনি খেয়ে ‘সুবহানাল্লাহ সুবহানাল্লাহ’ বলে শাপলা ছেড়েছেন তারা (হেফাজতের কর্মী,সমর্থকরা)-সুরঞ্জিত সেন।সুরঞ্জিতের মন্তব্য ৯০ ভাগ মুসলিমের দেশে ইসলাম বিদ্ধেষীদের শাস্তির দাবীতে সোচ্চার মানুষগুলোকেই কটাক্ষ করা হয়নি শুধু।পাশাপাশি 'সুবহানাল্লাহ'-কে হাস্যকর ভাবে উপস্থাপন করা হয়েছে।গত সাড়ে ৪বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে প্রায় ৪৫+ হিন্দু শিক্ষক ইসলাম,মহানবী ( সা: ) কে নিয়ে বাজে মন্তব্য করেছে ।কারোই দৃষ্টান্তমূলক বিচারতো হয়নি উল্টো ২জনকে পদন্নোতি দেওয়া হয়েছে।
সুরঞ্জিত যে স্টাইলে মুসলমানদের এবং সুবহানল্লাহকে কটাক্ষ করেছে সে স্টাইলে যদি হেফাজতের পাতি কোন নেতা বলত,হিন্দু মেয়েরা লিঙ্গ পূজার সময় রাম রাম করে!!!!তাহলে চারদিকে নিন্দার ঝড় উঠত।শার্ট প্যান্টওয়ালারা মুসলমানরা সুশীলদের স্ট্যাটাসে লাইক,কমেন্ট,শেয়ার মাইরা বুঝিয়ে দিত, আমরা এতটাই উদার যে নিজের 'মারা খাওয়ার' প্রতিবাদ করতে না জানলেও 'অন্যের মারা খাওয়ার' প্রতিবাদ ঠিকই করতে জানি।
বিষয়: বিবিধ
২৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন