মুসলিম রবীন্দ্রনাথ,হিন্দু নজরুল!
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২৪ মে, ২০১৩, ০৮:৪৬:৩৪ রাত
রবীন্দ্রনাথ,নজরুলের জন্মজয়ন্তী,মৃত্যবার্ষিকীতে মিডিয়া,সুশীল,সংস্কৃতিপ্রমীদের দ্বৈত নীতি নগ্ন হয়ে যায়।বাংলাদেশের ব্যাপারে বেশ বিতর্কিত ভূমিকা থাকার পরও রবীন্দ্রনাথের চেতনায় দেশ গড়ার আহবান জানানো প্রধানমন্ত্রী কলকাতা পর্যন্ত ছুটে যান!সংস্কৃতিপ্রেমী,সুশীলদের বক্তৃত্বা বিবৃতির সুনামী বয়ে যায়।আওয়ামী-বাম নেতারাও রীতিমত সাহিত্য বিশারদ বনে যায়।
অথচ বাংলাদেশের জাতীয় কবি হয়েও নজরুল অবহেলিত।রাষ্ট্রীয় ভাবে নজরুলের জন্মজয়ন্তী,মৃত্যবার্ষিকীর আলোচনা অনুষ্টানগুলো হয় নামকাওয়াস্তে।সুশীল সমাজ,সংস্কৃতিপ্রেমীদের বেশীর ভাগের এদিন ডায়রিয়া হয়ে এতই দূর্বল হয়ে যায় যে মুখ দিয়ে কথাই ফুটেনা!মিডিয়ার কথা আর নাই বললাম।
নজরুল যদি হিন্দু হতেন তাহলে এমনটা ঘটতনা।কারণ,বাংলা সাহিত্যে মুসলিম কবি-সাহিত্যকরা বরাবরই অবহেলিত।বিপরীতে নাস্তিক কিংবা ভিন্নধর্মালম্বীরা প্রয়োজনের চাইতেও বেশী সম্মানিত।
২৫মে কবি নজরুলে ১১৪তম জন্মজয়ন্তীতে কবির প্রতি আন্তরিক অভিবাধন।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন