শাহবাগী মেয়ে বনাম বোরকা পড়া মেয়ে
লিখেছেন লিখেছেন নো কমেন্ট ২২ মে, ২০১৩, ১২:৪৩:৫৫ দুপুর
শাহবাগে তিন পুরুষের মাঝখানে রাত কাটালে হয় আধুনিক প্রগতিশীল নারী।আর কলেজ ভার্সিটিতে বোরকা,হিজাব পড়ে গেলে হয় জঙ্গী নারী।জাফর ইকবালের মেয়ে বীচে মদের বোতল হাতে ঘুরে বেড়ানোর ছবি সভ্যতা,আধুনিকতার নিদর্শন আর হিজাব পড়া কোন হুজুরের মেয়েকে রাস্তা থেকে পুলিশ তুলে নিলে সেটা হয় মর্ধযুগীয় জঙ্গীবাদের প্রদর্শন! এই দেশে এই সময়ে মদ খাওয়ার স্বাধীনতা আছে কিন্তু পর্দা করার স্বাধীনতা নেই...
বিষয়: বিবিধ
৩০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন